বাংলাদেশের প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরে নিজেদের প্রথম তিন ম্যাচেই হেরেছে খুলনা টাইটান্স। এবার দলটি আরও বড় দুঃসংবাদ পেয়েছে। হ্যামস্ট্রিংয়ের চোটে বিপিএলের এবারের আসরে আর খেলা হচ্ছে তাদের যুক্তরাষ্ট্রের পেসার আলী খানের।
কার্লোস ব্রাথওয়েটকে নিয়েও শঙ্কা রয়েছে। সংবাদ মাধ্যমের সাথে আলাপকালে খুলনা টাইটান্স দলের প্রধান কোচ মাহেলা জয়াবর্ধনে একথা জানিয়েছেন। আলী খান প্রসঙ্গে মাহেলা বলেছেন,
‘এটা একটা নতুন দল। আমরা মনে করি যে সমন্বয় দিয়ে আমরা শুরু করেছি, এটা দারুণ। আমাদের আলী আছে সে শেষ ম্যাচে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছে। সে এখন টুর্নামেন্ট থেকেই ছিটকে গেছে।’
ইনজুরির কারণে বিপিএলের শেষ দুই ম্যাচে মাঠে নামা হয়নি টাইটান্সের ক্যারিবিয়ান তারকা কার্লোস ব্র্যাথওয়েটের। দলের দুই তারকাকে হারিয়ে চিন্তায় পড়ে গেছেন কোচ মাহেলা। তিনি এই দুই ক্রিকেটারের জায়গা পূরণের চিন্তা শুরু করে দিয়েছেন এরইমধ্যে।
‘আমাদের দুজন খেলোয়াড় আসার কথা রয়েছে। লাসিথ (মালিঙ্গা) এবং ইয়াসিরের (ইয়াসির শাহ) আমরা চেষ্টা করছি ভালো একটি সমন্বয় গড়তে। কার্লোস ইনিজুরিতে পড়েছে প্রথম ম্যাচের পর। এই কারণে দুই ম্যাচে খেলতে পারেনি সে। সেও সম্ভবত ছিটকে গেছে। আমাদের এই জায়গাগুলো ব্যবস্থাপনা করতে হবে।’
কদিন পরের খুলনা দলের সঙ্গে যোগ দেয়ার কথা রয়েছে লঙ্কান পেস তারকা লাসিথ মালিঙ্গা ও পাকিস্তানি তারকা ইয়াসির শাহর। এই দুজন দলের সঙ্গে যোগ দলে ভালো একটি সমন্বয় হবে বলেই বিশ্বাস মাহেলার।
খুলনা টাইটান্স সম্ভাব্য একাদশ: পল স্টার্লিং, জহুরুল ইসলাম, জুনায়েদ সিদ্দিক, নাজমুল ইসলাম শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), কার্লোস ব্র্যাথওয়েট, আরিফুল হক, তাইজুল ইসলাম, আলি খান, শরিফুল ইসলাম, জহির খান।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন