শিরোনাম

প্রচ্ছদ /   বিপিএলকে ডুবাচ্ছেন আল-আমিন

বিপিএলকে ডুবাচ্ছেন আল-আমিন

Avatar

বুধবার, জানুয়ারী ৯, ২০১৯

প্রিন্ট করুন

চিটাগং ভাইকিংসের বিপক্ষে ৫ রানের ব্যবধানে জিতে এবারের আসরের প্রথম জয়ের দেখা পেয়েছে সিলেট সিক্সার্স। দল জয়ের দেখা পেলেও বিপিএলের ইতিহাসে লজ্জার এক রেকর্ড গড়েছে সিলেট সিক্সার্সের পেসার আল-আমিন হোসেন।

শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ২৪ রান। আগের তিন ওভার ৩৯ রান দেয়া আল-আমিনের হাতে বল তুলে দেন ডেভিড ওয়ার্নার। প্রথম বলে এক রান নিয়ে ফ্রাইলিংককে স্ট্রাইক দেন সানজামুল।

দ্বিতীয় বলেই ছক্কা মারেন ফ্রাইলিঙ্ক। তৃতীয় বলে ২ রান নেন এই তারকা। চতুর্থ বলে আবারও মারেন ছক্কা। ছক্কার টর্নেডোতে ৬ বলে ২৪ থেকে শেষ ২ বলে প্রয়োজন হয় ৯ রান। পঞ্চম বলে নিলেন ২ রান। এবার শেষ বলে জয়ের জন্য প্রয়োজন ৭ রান।

শেষ বলে ১ রান নিয়েই সন্তুষ্ট থাকতে হয় ফ্রাইলিঙ্ককে। কিন্তু এদিকে লজ্জার রেকর্ডে নাম লেখানো হয়ে গেছে আল-আমিনের। ৪ ওভার বোলিং করে তিনি ৫৭ রান খরচ করেছেন। যা কিনা বিপিএলের ইতিহাসে এক ইনিংসে সবচেয়ে বেশি রান খরচার রেকর্ড।

এর আগে শ্রীলঙ্কার দিলশান মুনাভিরার পাশাপাশি বাংলাদেশের কামরুল ইসলাম রাব্বি এই রেকর্ড গড়েছিলেন। তারা দু’জনেই ৫৪ রান খরচ করেছিলেন। এবার তাদেরকেও ছাড়িয়ে গেলেন আল-আমিন।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন