শিরোনাম

প্রচ্ছদ /   পাই পাই হিসাব দিচ্ছেন ওয়ার্নার

পাই পাই হিসাব দিচ্ছেন ওয়ার্নার

Avatar

বুধবার, জানুয়ারী ৯, ২০১৯

প্রিন্ট করুন

সিলেট সিক্সার্স দলপতি ডেভিড ওয়ার্নার আগের ম্যাচে কুমিল্লার বিপক্ষে তৌহিদ হৃদয়ের সাথে ভুল বোঝাবুঝির কারণে ১৩ রানে সাজঘরে ফিরেছিলেন। তাই আজ চিটাগংয়ের বিপক্ষে শুরু থেকেই দেখে শুনে খেলেছেন তিনি।

যদিও দল দ্রুত উইকেট হারানোয় একপ্রান্ত আগলে রেখে খেলতে হয়েছে তাকে। তাই তিনি ঝুঁকি মুক্ত শট খেলেছেন। যা তাঁর স্বভাব বিরুদ্ধ। তিনি সবসময় হাত খুলে খেলতেই পছন্দ করেন। এই ম্যাচে কিছুটা হলেও নিজেকে খোলসে বন্দি করে রেখেছেন তিনি।

দলীয় সংগ্রহ ৬ রান যোগ হতেই তিন টপ অর্ডার লিটন দাস (০), নাসির (৩) ও সাব্বির (০) আউট। এরপর ধীরে সুস্থে খেলে ৪১ বলে করেছেন অর্ধশতক। অর্ধশতকের পথে বাউন্ডারি, ওভার বাউন্ডারি মেরেছেন খুব কমই।

চারের মার মাত্র দুটি। একটি ছক্কা। ২ রান করে নিয়েছেন ছয়বার। আর সিঙ্গেলস ২৪ টি ফলে বোঝাই যাচ্ছে তিনি বাউন্ডারির চেয়ে দৌড়ে রান নেয়ার দিকেই নজর দিয়েছিলেন। চতুর্থ উইকেটে ওয়ার্নার, আফিফ হোসেনকে সঙ্গে নিয়ে ৭.৫ ওভারে ৭১ রান যোগ করেন।

এই জুটিতে আফিফের অবদান ২৮ বলে ৪৫ রান। এরপর পঞ্চম উইকেটে নিকোলাস পুরাণকে নিয়ে আবারো ৭.৫ ওভারে ৭০ রানের আরও একটি কার্যকর জুটি উপহার দেন ওয়ার্নার।

ওয়ার্নার এক প্রান্ত আগলে খেলতে থাকার কারণেই মূলত হাত খুলে খেলার সাহস পেয়েছিলেন আফিফ-পুরাণ। ফলে ১৬৮ রানের পুঁজি পেয়েছিল সিলেট সিক্সার্স। আর এই লক্ষ্য তাড়া করে ৫ রানের ব্যবধানে হেরেছে চিটাগং ভাইকিংস।

চিটাগং ভাইকিংসের বিপক্ষে ৫ রানের ব্যবধানে জিতে এবারের আসরের প্রথম জয়ের দেখা পেয়েছে সিলেট সিক্সার্স। আর এই জয়ের ক্রেডিট বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটার আফিফ হোসেনকেই দিলেন সিলেট সিক্সার্সের অধিনায়ক ডেভিড ওয়ার্নার।

আফিফের ব্যাটিংয়ে মুগ্ধ হয়েছেন ওয়ার্নার। ২৮ বলে ৫ চার ও তিন ছয়ে ৪৫ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছেন আফিফ। দলকে ভালো অবস্থানে যেতে অগ্রণী ভূমিকা পালন করেন তিনি। তবে তাকে শেষ পর্যন্ত খেলতে বলেছিলেন ওয়ার্নার। কিন্তু দুর্দান্ত ব্যাটিং করে ওয়ার্নারের নজর কেড়ে নিলেন আফিফ।

ম্যাচ শেষে ওয়ার্নার বলেন, ‘আমি সবসময় চিন্তিত থাকবেন এমন শুরুর পর। কিন্তু ৬ রানে ৩ উইকেট হারিয়েও আমরা ব্যাট হাতে সেই দুশ্চিন্তা দূর করতে পেরেছি। বাজে শুরুর পর এমন স্কোর অনেক বেশি প্রেরণাদায়ক।’

তিনি আরো বলেন, ‘আমি আফিফকে বলেছি ২০ ওভার পর্যন্ত খেলতে, কিন্তু সে যেমন খেলতে পছন্দ করে সেরকমই খেলেছে এবং কৃতিত্ব সবটুকু ওর। এই টুর্নামেন্টে সে আমাদের জন্য ভালো খেলবে।’

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন