শিরোনাম

প্রচ্ছদ /   এইমাত্র আজকের ম্যাচের জন্য শক্তিশালী একাদশ ঘোষণা করল চিটাগং ভাইকিংস

এইমাত্র আজকের ম্যাচের জন্য শক্তিশালী একাদশ ঘোষণা করল চিটাগং ভাইকিংস

Avatar

বুধবার, জানুয়ারী ৯, ২০১৯

প্রিন্ট করুন

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আজ ৯ জানুয়ায়রি বুধবার দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে সিলেট সিক্সার্স ও চিটাগং ভাইকিংস। শের-ই-বাংলা স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ১২.৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি। খেলাটি সরাসরি দেখাবে মাছরাঙা ও গাজী টিভি।

এবার ব্যাট এবং বল দুই বিভাগে দারুন শক্তিশালী দল গঠন করেছে চিটাগং ভাইকিংস। তাছাড়া নিজেদের প্রথম ম্যাচে দুর্দান্ত জয় পায় চিটাগং ভাইকিংস। আজও জয়ের লক্ষ্যেই মাঠে নামবে চিটাগং ভাইকিংস। এদিকে চিটাগং ভাইকিংসের একাদশে কোনো পরিবর্তন আসার সম্ভাবনা নেই।

চিটাগং ভাইকিংসের সম্ভাব্য একাদশ: লুক রনকি, মোহাম্মদ শাহজাদ, সাদমান ইসলাম, মুশফিকুর রহিম, সিকান্দার রাজা, মোসাদ্দেক হোসেন, রবি ফ্রিলিনক, মোহাম্মদ আশরাফুল, নাঈম হাসান, আবু জায়েদ, খালেদ আহমেদ।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন