শিরোনাম

প্রচ্ছদ /   কুমিল্লা ভিক্টোরিয়ানসকে নিয়ে একি মন্তব্য করলেন স্টিভ স্মিথ

কুমিল্লা ভিক্টোরিয়ানসকে নিয়ে একি মন্তব্য করলেন স্টিভ স্মিথ

Avatar

বুধবার, জানুয়ারী ৯, ২০১৯

প্রিন্ট করুন

বিপিএলে আজ কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ৯ উইকেটে জয় তুলে নিয়েছে মাশরাফি বিন মুর্তজা রংপুর রাইডার্স। মাশরাফি বিন মোর্তজার ৯ উইকেটে মাত্র ৬৭ রান সংগ্রহ করে স্টিভ স্মিথের দল। আর ম্যাচ হারের কারণ হিসেবে উইকেটকে দায়ী করলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক স্টিভ স্মিথ।

স্মিথ বলেন ,’ ‘আপনি এমন সকল ম্যাচে খুব বেশি জয়ের আশা করতে পারবেন না যখন আপনার টপ অর্ডারের প্রথম ছয় ব্যাটসম্যান এক অঙ্কের রান করে ফিরে আসে।’

এ সময় স্মিথ আরো বলেন, ‘ আমারা দুপুরের ম্যাচ দেখেছিলাম যেখানে বেশ কিছু রান হয়েছিল। কিন্তু রাতের পিচটা কিছুটা ভিন্ন আচারণ করছিল। যাই হোক আজ রাতটা আমাদের ছিল না। আমরা সেরাটা দিতে পারিনি। আমাদের এবার আরেকটা দিনের দিকে নজর দিতে হবে। যেইদিনে আমরা খুব ভালো স্কোর করতে পারবো

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন