চলমান বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) পাঁচটি ম্যাচ শেষ হওয়ার পর অবশেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছেন আগামী শনিবার থেকে বিপিএলের ম্যাচগুলোতে আল্ট্রা এজ প্রযুক্তি দেখা যাবে।
এক টুইট বার্তায় বিসিবির এই কর্মকর্তা জানিয়েছেন এখন পর্যন্ত টেকনিক্যাল সেসকল সমস্যা সৃষ্টি হয়েছে বিপিএলে তা শনিবারের মধ্যেই সমাধান হয়ে যাবে। দর্শকদের উদ্দেশ্য করে টুইটারে জালাল ইউনুস লিখেছেন,
‘যারা টিভিতে বিপিএল ৬ দেখছে সেসকল সমর্থকদের বলছি, বিপিএলে আল্ট্রা এজ নিয়ে যে টেকনিল্যাল সমস্যা ছিলো তা এরই মধ্যে সমাধান হয়েছে। আগামী শনিবার থেকে এটি কার্যকর হবে।’
To all BPL fans watching season 6 on television, the technical issues with ultra edge have been resolved. It should be availabe by Saturday.
— Mohammed Jalal Yunus (@JalalYunusCric)
January 8, 2019
এবারের বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) শুরু থেকেই বিতর্ক সৃষ্টি হয়ে আসছে ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস), স্নিকো মিটার এবং আল্ট্রা এইজ প্রযুক্তি নিয়ে।
কেননা জনপ্রিয় এই টুর্নামেন্টে ডি আর এস সিস্টেম থাকলেও ছিলো না আল্ট্রা এজ প্রযুক্তি। আর এই বিষয়টি নাকি টুর্নামেন্ট শুরুর আগে থেকেই সবগুলো দলকে জানিয়ে দেয়া হয়েছিলো।
এই প্রসঙ্গে দুই দিন আগে সংবাদ সম্মেলনে কুমিল্লা ভিক্টোরিয়ান্স কোচ মোহাম্মদ সালাউদ্দিন জানিয়েছিলেন মূলত অর্থের অভাবেই স্নিকো এবং আল্ট্রা এজ আনা হয়নি বিপিএলে। তিনি বলেছিলেন,
‘এটা নিয়ে আমাদের কথা হয়েছিল (টুর্নামেন্টের আগে)। কিন্তু এখানে আসলে স্নিকো ও আল্ট্রা এইজ আনতে অনেক টাকা লাগে। এটা হয়তো যারা করছে তাঁরা সরবরাহ করে নি। এটা আমাদের সাথে আগেই কথা হয়েছে। এই কারণে আমাদের কিছু বলার নেই। শুধু হক-আই থাকবে, অন্য কিছু থাকবে না, এটা আমাদের সাথে আগেই কথা হয়েছে।’
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন