শিরোনাম

প্রচ্ছদ /   টাকার অভাবে অসম্পূর্ণ থেকে যাচ্ছে বিপিএল

টাকার অভাবে অসম্পূর্ণ থেকে যাচ্ছে বিপিএল

Avatar

রবিবার, জানুয়ারী ৬, ২০১৯

প্রিন্ট করুন

এবারের বিপিএল শুরু হয়েছে গতকালকে থেকেই। এই আসরে গতকালকের দিনে অনুষ্ঠিত হয়েছে দুইটি ম্যাচ। শেষের ম্যাচ ঢাকা মুখোমুখি হয় রাজশাহীর। সেইদিনের ম্যাচে একটা হাস্যকর ভুল করলো সম্প্রচারকারীরা। এই দিনে বাংলাদেশ দএল্র টি-২০ অধিনায়ক সাকিব আল হাসানের নামের বানানটাও ভুল করল সম্প্রচারকারীরা।

এই দিনে দেখা যায় সাকিব যখন ফিল্ডিং করেছিলেন তখন সাকিবের নাম উঠে এসেছিলো বারবার। টিভির হাইলাইটসে তখন সাকিবকে দেখানো হয়েছিলো সাকিব ৭ বলে ২ রান করে আউট হয়েছেন।

আর নামের বানান দেখানো হয়েছে সাকিব হাসান। আর এই বিষয়টি নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনার। এখন দেখার বিষয় এটা নিয়ে কতোটা ভাবে বিসিবি।টাকার অভাবে ডিসিশন রিভিউ সিস্টেমে (ডিআরএস) স্নিকো মিটার ও আল্ট্রা এইজ রাখা হয়নি। বিষয়টি টুর্নামেন্ট শুরুর আগে থেকেই দলগুলোকে জানিয়ে দেয়া হয়েছে।

বিপিএলের ষষ্ঠ আসরের প্রথম তিন ম্যাচেই অসম্পূর্ণ ডিআরএস প্রযুক্তি বিতর্ক সৃষ্টি করেছে। বল ব্যাট পাশ ছুঁয়ে যাচ্ছে, টিভি আম্পায়ারকে স্নিকো মিটার ছাড়াই সিদ্ধান্ত নিতে হচ্ছে। যার কারণে টিভি আম্পায়ারের সিদ্ধান্ত নিয়েও ধোঁয়াশা সৃষ্টি হচ্ছে।

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কোচ মোহাম্মদ সালাউদ্দিন সিলেটের বিপক্ষে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বলেছেন,

‘এটা নিয়ে আমাদের কথা হয়েছিল (টুর্নামেন্টের আগে)। কিন্তু এখানে আসলে স্নিকো ও আল্ট্রা এইজ আনতে অনেক টাকা লাগে। এটা হয়তো যারা করছে তাঁরা সরবরাহ করে নি। এটা আমাদের সাথে আগেই কথা হয়েছে। এই কারণে আমাদের কিছু বলার নেই। শুধু হক-আই থাকবে, অন্য কিছু থাকবে না, এটা আমাদের সাথে আগেই কথা হয়েছে।

‘আমরা বলেছিলাম, এটা থাকাতে খুব একটা যে লাভ হচ্ছে তা কিন্তু না। শুধু লেগ বিফরের ক্ষেত্রে হয়তো ঠিক সিদ্ধান্তটা আসছে, আর বাকি গুলোয় ডাউট থাকতেই হচ্ছে।’

টুর্নামেন্টের আগে থেকেই দলগুলোকে জানিয়ে দেয়ার কারণে অভিযোগ তোলার সুযোগ নেই ভুক্তভোগী দলের। তবে বাংলাদেশ ক্রিকেটের বর্তমান অবস্থা বিবেচনায় টাকার অভাবের অজুহাত মেনে নেয়ার মত নয়।

সালাউদ্দিনের ভাষায়, ‘আমার মনে হয় এখন যেই সময় এসেছে আমাদের, এগুলো আমাদের অবশ্যই থাকা উচিত। আমরা তো মধ্যম আয়ের দেশ হয়ে গেছি, এখন তো আসলে এগুলো থাকাই উচিত।’

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন