শিরোনাম

প্রচ্ছদ /   ব্রেকিংঃ তামিমকে নয় কুমিল্লার অধিনায়ক স্মিথ

ব্রেকিংঃ তামিমকে নয় কুমিল্লার অধিনায়ক স্মিথ

Avatar

রবিবার, জানুয়ারী ৬, ২০১৯

প্রিন্ট করুন

আজ (৬ ডিসেম্বর) বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় ম্যাচে মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও সিলেট সিক্সার্স। ম্যাচটি শুরু হবে দুপুর ১২ টা ৩০ মিনিটে। বাংলাদেশসহ পুরো ক্রিকেট বিশ্বের মানুষের নজরে থাকবে আজকের এই ম্যাচ।

কেননা নিষেধাজ্ঞার পর আজকের এই ম্যাচ দিয়েই বড় পর্দার ক্রিকেটে ফিরতে যাচ্ছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভ স্মিথ ও সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার। এরই মধ্যে টস অনুষ্ঠিত হয়েছে। টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে কুমিল্লার অধিনায়ক স্টিভ স্মিথ।

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক হিসেবে ছিলেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। এদিকে টস করতে আসেন স্মিথ। যার মানে এবারের আসরে কুমিল্লাকে নেতৃত্ব দিবেন স্মিথ। কেননা স্মিথকে কুমিল্লার অধিনায়ক হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। আজকের ম্যাচে স্মিথের টস করতে আসার ফলে বুঝা গেল এবারের আসরে তিনিই কুমিল্লাকে নেতৃত্ব দিবেন।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন