শিরোনাম

প্রচ্ছদ /   টসে দিতে ফিল্ডিং কুমিল্লা দেখেনিন দুই দলের চূড়ান্ত একাদশ

টসে দিতে ফিল্ডিং কুমিল্লা দেখেনিন দুই দলের চূড়ান্ত একাদশ

Avatar

রবিবার, জানুয়ারী ৬, ২০১৯

প্রিন্ট করুন

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর ষষ্ঠ আসরের খেলা শুরু হয়েছে আগামীকাল শনিবার থেকে। আজ দ্বিতীয় দিনের খেলা। আজ কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হবে সিলেট সিক্সার্স।

এবার ব্যাট এবং বল দুই বিভাগে দারুন শক্তিশালী দল গঠন করেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও সিলেট সিক্সার্স। আজকের ম্যাচটি অনুষ্ঠিত হবে মিরপুরে, বাংলাদেশ সময় দুপুর ১২ টা ৩০ মিনিটে। খেলাটি সরাসরি দেখাবে গাজী টিভি ও মাছরাঙা টিভি।

ইতিমধ্যে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এদিকে দিনের দ্বিতীয় ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৫ টা ২০ মিনিটে। এ সময় মুখোমুখি হবে খুলনা টাইটানস-রংপুর রাইডার্স।

দেশী বিদেশী মিলিয়ে ব্যালান্সড একটা টিম কুমিল্লা। দেশীয়দের মধ্যে টাইগার ওপেনার তামিম ইকবাল, কায়েস কায়েস, সাইফউদ্দিন, বিজয় ও রনিদের সাথে বিদেশী এভিন লুইস, স্টিভেন স্মিথ, শোয়েব মালিক, পেরেরা ও আফ্রিদিরা মিলে দারুণ একটা দল হবে কুমিল্লা।

ওপেনিংয়ে তামিমের সাথে লুইস থাকবে। তিনে থাকবে স্মিথ আর চারে ইমরুল কায়েস। তারপর থাকছে মালিক, বিজয় ও আফ্রিদি-সাইফরা।পেস বোলিং ডিপার্টমেন্টে দেশীয়দের উপরই ভরসা করে থাকতে হবে কুমিল্লাকে। সাইফউদ্দিন, আবু হায়দার রনিরাই থাকবে এ জায়গায়।

বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর আগামীকাল দিনের প্রথম ম্যাচে সিলেট সিক্সার্সের মুখোমুখি হচ্ছে হট ফেবারিট কুমিল্লা ভিক্টোরিয়ান্স।ইতিমধ্যেই দলের সাথে যোগ দিয়েছেন অস্ট্রেলিয়ান অধিনায়ক স্টিভ স্মিথ, মালেক , শাহিদ আফ্রিদি, লিয়াম ডসন। আগামীকালের ম্যাচে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

অপরদিকে, গতবার দুর্দান্ত শুরুর পরও পরবর্তীতে ভাল পারফরমেন্স করতে ব্যার্থ হয় সিলেট সিক্সার্স। সে কারনেই এবার ওয়ার্নার-লিটন দাসদের মারকুটে ব্যাটসম্যান আর ইরফান-তাসকিনের মতো দ্রুত গতির বোলারদের নিয়ে দল সাজিয়েছে সিলেট সিক্সার্স। এবারের দলের নেতৃত্ব দিবেন অজি ওপেনার ডেভিড ওয়ার্নার।

বাংলাদেশের ক্রিকেটের জনপ্রিয় মুখ লিটন দাস, নাসির হোসেন, সাব্বির রহমানকে নিয়ে এবারের বিপিএলের দল সাজিয়েছে সিলেট। এছাড়া ভবিষ্যৎ তারকা আফিফ হোসেন ধ্রুব ও ইনজুরি আক্রান্ত তাসকিন আহমেদকে নিয়ে দেশীয় ভারসাম্য রক্ষা করেছে দলটি।

দেখেনিন দুই দলের সম্ভাব্য একাদশঃ

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সম্ভাব্য একাদশ: তামিম ইকাবাল, ইমরুল কায়েস, স্টিভেন স্মিথ, ইভেন লুইস, আনামুল হক, শোয়েব মালিক, শহীদ আফ্রিদি, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদি হাসান, আবু হায়দার রনি, মোশাররফ হোসাইন।

সিলেট সিক্সার্সের সম্ভাব্য একাদশঃ ডেভিড ওয়ার্নার, লিটন দাস, সাব্বির রহমান, নিকোলাস পুরান, নাসির হোসাইন, তৌহিদ হৃদয়, আল-আমিম হোসাইন, আফিফ হোসাইন, মোহাম্মদ ইরফান, তাসকিন আহমেদ, ইমরান তাহির।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন