শিরোনাম

প্রচ্ছদ /   কাল যে পজিশনের হয়ে ব্যাটিং এ নামবে আশরাফুল

কাল যে পজিশনের হয়ে ব্যাটিং এ নামবে আশরাফুল

Avatar

শুক্রবার, জানুয়ারী ৪, ২০১৯

প্রিন্ট করুন

আগামীকাল থেকে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের ৬ষ্ঠ আসর। আর প্রথম ম্যাচেই মাঠে নামবেন দীর্ঘ পাঁচ বছর নিষিদ্ধ থাকা মোহম্মদ আশরাফুল। এবারে চিটাগং ভাইকিংসের হয়ে খেলবেন তিনি। একই দলের হয়ে খেলবেন জাতীয় দলের বর্তমান উইকেটকিপার ব্যাটসম্যান মুশফিকর রহিম।

চিটাগাং ভাইকিংসের অধিনায়ক মোহাম্মদ আশরাফুলকে নিয়ে বলেন, ‘আশরাফুল ভাই অনেক কষ্ট করেছেন। ঘরোয়া ক্রিকেটের অন্যান্য পর্যায়ে পারফর্ম করেছেন। উনি ইনশাআল্লাহ ভালো খেলবেন। আর উনি ভালো খেললে সেটা বাংলাদেশ ক্রিকেটের জন্যই ভালো।’

মুশফিক আরো বলেন, ‘বিপিএল এমন একটা ফরম্যাট, যেখানে বিদেশিরা হয়তো দারুণ পারফর্ম করে, কিন্তু স্থানীয়দের অবদানও খুব ভালো থাকে। আপনি খেয়াল করলে দেখবেন, প্রতিটি দলেই খুব ভালো স্থানীয় খেলোয়াড় আছে।

আমাদের দলেও ব্যাটিং-পেস ও স্পিন অ্যাটাকে ভালো খেলোয়াড় আছে। তবে সবচেয়ে বড় কথা হলো মাঠে ভালো খেলা। আমরা চেষ্টা করছি দ্রুত দল হিসেবে দাঁড়াতে। কারণ খুব বেশি সময় পাওয়া যায়নি। আমাদের বিদেশিরা কেউ কেউ আজকে এসেছে। সুতরাং দ্রুত আমাদের প্রস্তুত হয়ে উঠতে হবে।’

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন