শিরোনাম

প্রচ্ছদ /   ঢাকায় পৌছলেন স্মিথ এসেই যে কারণে ছুটে গেলেন নাফিজা কামালের কাছে

ঢাকায় পৌছলেন স্মিথ এসেই যে কারণে ছুটে গেলেন নাফিজা কামালের কাছে

Avatar

শুক্রবার, জানুয়ারী ৪, ২০১৯

প্রিন্ট করুন

আগামীকাল থেকে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের এবারের আসর। আর প্রথম বারের মত বিপিএল খেলতে এসেছে সাবেক অজি অধিনায়ক স্টিভেন স্মিথ। কুমিল্লা ভিক্টোরিয়ানস হয়ে খেলবেন এই ব্যাটসম্যান। শুধু তাই নয় দিতে যাচ্ছেন দলের নেতৃত্ব।

আজ বিকাল ৭ টায় ঢাকা পৌছেছে স্টিভেন স্মিথ। আর তার সাথেই কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অফিসিয়াল ফেসবুক পেজে তার ছবিসহ পোস্ট করেছে তারা।

প্রথমে চার ম্যাচের পর থেকে খেলার কথা ছিল তার। কিন্তু এখন পূর্ণ সম্ভাবনা বিপিএলের প্রথম ম্যাচ থেকেই স্মিথকে পাবে কুমিল্লা। সময়ের অন্যতম সেরা ক্রিকেটারের নেতৃত্ব গুণ নিয়ে গোটা ক্রিকেট বিশ্ব পঞ্চমুখ। আর দলে পেয়েও স্মিথের ক্রিকেট মস্তিষ্ক ব্যবহারের চেষ্টা করবে না কুমিল্লা, তা কিছুটা অস্বাভাবিকই বটে।

দেশী বিদেশী মিলিয়ে ব্যালান্সড একটা টিম কুমিল্লা। দেশীয়দের মধ্যে টাইগার ওপেনার তামিম ইকবাল, কায়েস কায়েস, সাইফউদ্দিন, বিজয় ও রনিদের সাথে বিদেশী এভিন লুইস, স্টিভেন স্মিথ, শোয়েব মালিক, পেরেরা ও আফ্রিদিরা মিলে দারুণ একটা দল হবে কুমিল্লা।

ওপেনিংয়ে তামিমের সাথে লুইস থাকবে। তিনে থাকবে স্মিথ আর চারে ইমরুল কায়েস। তারপর থাকছে মালিক, বিজয় ও আফ্রিদি-সাইফরা।

পেস বোলিং ডিপার্টমেন্টে দেশীয়দের উপরই ভরসা করে থাকতে হবে কুমিল্লাকে। সাইফউদ্দিন, আবু হায়দার রনিরাই থাকবে এ জায়গায়।

কুমিল্লার দেশী খেলায়াড়:
তামিম ইকবাল (অধিনায়ক), ইমরুল কায়েস, সাইফ উদ্দিন, আবু হায়দার রনি, এনামুল হক বিজয়, মেহেদী হাসান, জিয়াউর রহমান, মোশাররফ রুবেল, মোহাম্মদ শহীদ, শামসুর রহমান ও সঞ্জিত সাহা।

বিদেশী খেলোয়াড়:
এভিন লুইস, স্টিভেন স্মিথ, শোয়েব মালিক, লিয়াম ডওসন, থিসারা পেরেরা, শাহিদ আফ্রদি ও ওয়াকার সালমাখেইল, আমির ইয়ামিন।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন