আগামীকাল থেকে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর ষষ্ঠ আসর। বাংলাদেশের জমজমাট এই ক্রিকেট টুর্নামেন্ট কে আরও জনপ্রিয় করতে বিপিএলে খেলতে এসেছেন অস্ট্রেলিয়ান দুই ক্রিকেটার ডেভিড ওয়ার্নার এবং স্টিভেন স্মিথ। এছাড়াও প্রথমবারের মতো বিপিএলে খেলবেন এবি ডি ভিলিয়ার্স। রয়েছে আরও অনেক বিদেশি তারকা। ক্রিস গেইল এন্ড্রু রাসেল, পোলার্ড, ডেভিড মালান, ইমরান তাহির, শাহিদ আফ্রিদি।
বিপিএলে আগামীকাল উদ্বোধনী দিনেই মাঠে নামছে চারটি দল। প্রথম ম্যাচে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স এর মুখোমুখি হবে চিটাগং ভাইকিংস। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১২: ৩০ মিনিটে। একই মাঠে দ্বিতীয় ম্যাচে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে খেলবে রাজশাহী কিংস। এই ম্যাচটি শুরু হবে ৫:৩০ মিনিটে।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন