আগামীকাল থেকে বসতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসর। বেলা ১২টা ৩০ মিনিটে বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স ও চিটাগং ভাইকিংস ম্যাচের মধ্য দিয়ে পর্দা উঠবে এবারের আসরের।
হোম অব ক্রিকেট খ্যাত মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ষষ্ঠ আসরের উদ্বোধনী ম্যাচ। একে সামনে রেখে ইতিমধ্যেই অনুশীলন শুরু করে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। নির্বাচনী মাঠ ছেড়ে খেলার মাঠে ফিরেছেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজাও। মাঠে অনুশীলনে না নামলেও বুধবার দলের সঙ্গে জিমে কিছুক্ষণ সময় কাটাতে দেখা যায় সদ্য নির্বাচিত এ সংসদ সদস্যকে।
তবে ঢাকায় পা না দেয়ায় এখনও দলেও সঙ্গে অনুশীলনে যোগ দেননি রংপুর রাইডার্সের অন্যতম দুই আন্তর্জাতিক তারকা ক্রিস গেইল ও এবি ডি ভিলিয়ার্স। আগামীকাল ঢাকায় আসবেন ব্যাটিং দানব অভিহিত ক্রিস গেইল। তবে কবে থেকে দলের সঙ্গে যোগ দিবেন তিনি তা নিয়ে রয়েছে ধোয়াশা। অন্যদিকে ওয়ানডে ক্রিকেটের দ্রুততম সেঞ্চুরিয়ান ডি ভিলিয়ার্স এর দেখা মিলবে সিলেট পর্বে।
১৫ জানুয়ারী সিলেট পর্বের যাত্রা শুরু হলেও পরের দিন ১৬ জানুয়ারী মাঠে নামবে রংপুর রাইডার্স। আর সেদিনেই দেখা মিলতে পারে এ বিধ্বংসী ব্যাটসম্যানের।
এক নজরে রংপুর রাইডার্সের স্কোয়াডঃ
বিদেশি ক্রিকেটার: অ্যালেক্স হেলস, ক্রিস গেইল, এবি ডি ভিলিয়ার্স, রবি বোপারা, রাইলি রুশো, বেনি হাওয়েল, শন উইলিয়ামস ও শেলডন কটরেল।
দেশি ক্রিকেটার: মাশরাফি বিন মুর্তজা, নাজমুল ইসলাম, মোহাম্মদ মিঠুন, শফিউল ইসলাম , ফরহাদ রেজা, আবুল হাসান রাজু , মেহেদি মারুফ, সোহাগ গাজী , নাদিফ চৌধুরী, নাহিদুল ইসলাম এবং ফারদিন হোসেন এনি।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন