শিরোনাম

প্রচ্ছদ /   ঢাকায় এভিন লুইস আফ্রিদি ১ম ম্যাচের জন্য শক্তিশালী দল ঘোষণা নাফিজা কামালের

ঢাকায় এভিন লুইস আফ্রিদি ১ম ম্যাচের জন্য শক্তিশালী দল ঘোষণা নাফিজা কামালের

Avatar

শুক্রবার, জানুয়ারী ৪, ২০১৯

প্রিন্ট করুন

বিপিএল উপলক্ষে ঢাকায় যেন এখন সারা বিশ্বের বড় বড় তারকা ক্রিকেটারদের মিলনমেলায় পরিণত হয়েছে। শনিবার থেকে শুরু হচ্ছে বিপিএলের ৬ষ্ঠ আসর। এরই মধ্যে বিপিএল মাতাতে ঢাকায় চলে আসছেন ডেভিড ওয়ার্নার থেকে শুরু করে অনেক বড় বড় তারকা ক্রিকেটার।

এবারের বিপিএলে দেশি-বিদেশি ক্রিকেটারদের নিয়ে অন্যতম সেরা এবং শক্তিশালী দল গঠন করেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তামিম ইকবালের নেতৃত্বে এই দলটিতে খেলবেন শহিদ আফ্রিদি, শোয়েব মালিকের মতো পাকিস্তানি তারকারা।

বর্তমান সময়ের মারদাঙ্গা ক্যারিবীয় ব্যাটসম্যান এভিন লুইসও রয়েছেন এই দলে। সবচেয়ে বড় কথা, অস্ট্রেলিয়ান সাবেক অধিনায়ক এবং বল টেম্পারিং কেলেঙ্কারির কারণে এক বছর নিষিদ্ধ স্টিভেন স্মিথও খেলবেন কুমিল্লার হয়ে।

বিদেশি তারকা ক্রিকেটারদের মধ্যে আজ রাতেই ঢাকায় এসে পৌঁছে গেছেন পাকিস্তানের বুমবুম খ্যাত আফ্রিদি। তার সঙ্গে কুমিল্লা শিবিরে এসে যোগ দিয়েছেন ক্যারিবীয় ওপেনার এভিন লুইসও। কুমিল্লা ভিক্টোরিয়ান্স সূত্র জানিয়েছে এ খবর।

আজ রাতেই ঢাকায় এসে পৌঁছাচ্ছেন আরেক পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিক। কুমিল্লা ভিক্টোরিয়ান্স সূত্রটি জানিয়েছে, রাত সাড়ে ১১টা থেকে ১২টার মধ্যে ঢাকায় এসে পৌঁছাবেন শোয়েব মালিক।

অস্ট্রেলীয় ক্রিকেটার স্টিভেন স্মিথ এসে পৌঁছাবেন শুক্রবার সন্ধ্যায়। অস্ট্রেলিয়া থেকে ইতোমধ্যেই রওয়ানা হয়ে গেছেন তিনি। কুমিল্লা ভিক্টোরিয়ান্স সূত্রটি জানিয়েছে, শুক্রবার সন্ধ্যা নাগাদ স্মিথ এসে ঢাকায় পৌঁছানোর কথা।

বিপিএল কর্তৃপক্ষ নিয়মে একটি পরিবর্তন এনেই স্মিথকে বিপিএলে খেলার বিষয়টি নিশ্চিত করেছে। বিপিএলে দলে নেওয়া কোনো ক্রিকেটারের পরিবর্তে ড্রাফটের বাইরে থেকে যেকোনো ক্রিকেটারকে সরাসরি কিনতে পারবে দলগুলো। আর এই নিয়মেই এবারের বিপিএলে খেলা নিশ্চিত হল স্মিথের।স্মিথকে অধিনায়কের দায়িত্ব ও দেয়া হতে পারে বলে জানা গেছে।

এক নজরে বিপিএলের ষষ্ঠ আসরের জন্য কুমিল্লা ভিক্টোরিয়ান্স স্কোয়াড–

দেশিঃ তামিম ইকবাল, ইমরুল কায়েস, মোহাম্মদ সাইফউদ্দিন, আবু হায়দার রনি, এনামুল হক বিজয়, মেহেদি হাসান, জিয়াউর রহমান, মোশারফ রুবেল, মোহাম্মদ শহিদ, শামসুর রহমান, সঞ্জিত সাহা।

বিদেশিঃ শোয়েব মালিক, স্টিভ স্মিথ, লিয়াম ডওসন, শহিদ আফ্রিদি, থিসারা পেরেরা, এভিন লুইস, ওয়াকার সালমাখেইল, আমির ইয়ামিন।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন