আগামী ৫ই জানুয়ারি পর্দা উঠতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসর। এবার ব্যাট এবং বল দুই বিভাগে দারুন শক্তিশালী দল গঠন করেছে ঢাকা ডায়নামাইটস। এদিকে তারকা নির্ভর একটি দল গঠন করেছে বিপিএলের গত আসরের রানার্স আপ দল ঢাকা ডায়নামাইটস।
দলটিতে রয়েছেন বেশ কয়েকজন টি-টোয়েন্টি স্পেশালিষ্ট। সুনিল নারাইন, কাইরন পোলার্ড, আন্দ্রে রাসেল, রভম্যান পাওয়েলের মতো তারকারা আছেন দলটিতে। এছাড়াও ইংল্যান্ডের অভিজ্ঞ ইয়ান বেল, আফগান প্রিমিয়ার লিগে ছয় বলে ছয় ছক্কা হাঁকানো হযরতউল্লাহ জাজাইয়ের মতো ব্যাটসম্যান রয়েছেন ঢাকার শিবিরে।
এদিকে দলটির আইকন হিসেবে আছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সেই সঙ্গে রুবেল হোসেন, নুরুল হাসান সোহান, শুভগতহোম চৌধুরী, রনি তালুকদারের মতো পরীক্ষিতদের নিয়েই শক্তিশালী দল গঠন করেছে ঢাকা।
ঢাকা ডায়নামাইটসের সম্ভাব্য একাদশ: রনি তালুকদার, সুনীল নারিন, হজরতউল্লাহ জাজাই, সাকিব আল হাসান, কাউরান পোলার্ড, আন্দে রাসেল, নুরুল হাসান, শুভাগত হোম, আসিফ হাসান, কাজী অনিক, রুবেল হোসেন।
ঢাকা ডায়নামাইটসের দল: সাকিব আল হাসান, সুনীল নারিন (উইন্ডিজ), রোভম্যান পাউয়েল (উইন্ডিজ), কাউরান পোলার্ড (উইন্ডিজ), আন্দ্রে রাসেল (উইন্ডিজ), হজরতউল্লাহ জাজাই (আফগানিস্তান), রুবেল হোসেন, নুরুল হাসান, আন্দ্রে ব্রিচ (দ. আফ্রিকা), ইয়ান বেল (ইংল্যান্ড), রনি তালুকদার, শুভাগত হোম, কাজী অনিক, মিজানুর রহমান, আসিফ হাসান, শাহদাত হোসেন, নাঈম শেখ।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন