শিরোনাম

প্রচ্ছদ /   বন্ধু ওয়ার্নারকে দেখে এ কেমন স্ট্যাটাস দিল মুস্তাফিজ

বন্ধু ওয়ার্নারকে দেখে এ কেমন স্ট্যাটাস দিল মুস্তাফিজ

Avatar

শুক্রবার, জানুয়ারী ৪, ২০১৯

প্রিন্ট করুন

প্রথমবারের মতো বিপিএল টি-টোয়েন্টি খেলতে এসেছেন অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার। ঢাকায় পা রাখার পরের দিনই অনুশীলনে নামেন ওয়ার্নার। বিপিএলে সাবেক সতীর্থ ওয়ার্নারকে পেয়ে উচ্ছ্বসিত মুস্তাফিজুর রহমান।সাবেক সতীর্থ ওয়ার্নারকে বিপিএলে পেয়ে উচ্ছ্বাসিত মুস্তাফিজ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এ একসাথে, একই দলের হয়ে খেলেছেন মুস্তাফিজুর রহমান ও ডেভিড ওয়ার্নার। ২০১৬ সালে প্রথমবার আইপিএল খেলেছিলেন সানরাইজার্স হায়দরাবাদের হয়ে। সেই দলের অধিনায়ক ছিলেন ওয়ার্নার। সেবার আইপিএলের শিরোপাও জিতেছে হায়দরাবাদ। বল হাতে দারুণ সফল ছিলেন মুস্তাফিজ। বলতে গেলে রীতিমত মুস্তাফিজে মুগ্ধ ছিলেন ওয়ার্নার।

এতটাই মুগ্ধ ছিলেন মুস্তাফিজের জন্য বাংলায়ও টুইট করেছিলেন ওয়ার্নার। আইপিএলের পরের আসরেও একই দলের হয়ে খেলেছেন মুস্তাফিজ। এবার প্রথমবারের মতো বিপিএল খেলতে এসেছেন ওয়ার্নার। তবে এবার ভিন্ন দলের হয়ে খেলবেন মুস্তাফিজ ও ওয়ার্নার। রাজশাহী কিংসে খেলবেন মুস্তাফিজ এবং সিলেট সিক্সার্সের হয়ে মাঠ মাতাবেন ওয়ার্নার। অনুশীলনের প্রথমদিনেই ওয়ার্নারের দেখা পেয়েছেন মুস্তাফিজ।

ওয়ার্নারকে পেয়েই বেশ খুশি এই কাটার মাস্টার। ওয়ার্নারকে নিয়ে নিজের সত্যায়িত টুইটারে একটি টুইটও করেন মুস্তাফিজ। তিনি লিখেন,

“তোমাকে বাংলাদেশে দেখে খুশি হলাম। যা কিনা শব্দে প্রকাশ করতে পারছিনা। বিপিএলে তোমার প্রথমবারের মতো অংশ নেওয়াতে দারুণ উচ্ছ্বাসিত আমি।”

বিপিএলে দুইজনের দল আলাদা হলেও তাদের মধ্যে ভালোবাসার বন্ধন আগের মতই রয়েছে। বল টেম্পারিংয়ের দায়ে নিষিদ্ধ থাকার কারণে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ খেলতে পারেননি ওয়ার্নার। যার ফলে সুযোগটা লুফে নিয়েছে সিলেট সিক্সার্স। বিপিএলে শুধু প্রথমবার খেলবেনই না, সিলেট সিক্সার্সকে সামনে থেকে নেতৃত্বও দিবেন সাবেক এই অস্ট্রেলিয়ার অধিনায়ক।

আগামী ৬ জানুয়ারি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ম্যাচ দিয়ে বিপিএলের ৬ষ্ঠ আসরের যাত্রা শুরু করবে ওয়ার্নারের সিলেট সিক্সার্স। অন্যদিকে ৫ জানুয়ারি ঢাকা ডাইনামাইটসের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে মুস্তাফিজের রাজশাহী কিংস।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন