শিরোনাম

প্রচ্ছদ /   ঢাকায় পা রাখলেন আন্দ্রে রাসেল খেলবেন যে দলের হয়ে

ঢাকায় পা রাখলেন আন্দ্রে রাসেল খেলবেন যে দলের হয়ে

Avatar

বুধবার, জানুয়ারী ২, ২০১৯

প্রিন্ট করুন

বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এ তারকা তকমাধারি বিদেশী ক্রিকেটারদের মধ্যে সবার আগে আসছেন আন্দ্রে রাসেল। আজ রানার্সআপ ঢাকা ডায়নামাইটসের হয়ে খেলতে রাজধানীতে পা রাখেন এ ক্যারিবীয় অলরাউন্ডার।

২ জানুয়ারি বুধবার আন্দ্রে রাসেল আসার ঠিক পরদিন ঢাকার অপর দুই ওয়েস্ট ইন্ডিজ রিক্রুট সুনিল নারিন ও কাইরান পোলার্ডও এসে পড়বেন। ঢাকার কো অর্ডিনেটর সাইফুল আজ পড়ন্ত বিকেলে জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘৩ জানুয়ারির মধ্যে আমাদের পাঁচ জন বিদেশী ক্রিকেটার চলে আসবেন।

তার মধ্যে পেস বোলিং অলরাউন্ডার আন্দ্রে রাসেল এসে পৌঁছাবেন ২ জানুয়ারি। সুনিল নারিন এবং কাইরন পোলার্ড রাজধানীতে পা রাখবেন ৩ তারিখ।’

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন