টি-টুয়েন্টি ক্রিকেট ইতিহাসে সাকিব আল হাসানের সেরা বোলিং ফিগার কত? অনেকেই বলবে কিছুদিন আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০ রানে ৫ উইকেট নেয়া। কিন্তু তা নয়,
সব ধরনের টি-টুয়েন্টি ক্রিকেট মিলিয়ে দ্বিতীয় সেরা বোলিং ফিগার সাকিব আল হাসানের। ২০১৩ সালে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে বার্বাডোজের হয়ে খেলার সময় ত্রিনিবাগোর বিপক্ষে ৬ রানে ৬ উইকেট নিয়েছিলেন সাকিব আল হাসান। টি-টুয়েন্টি ক্রিকেটে এটাই এখন পর্যন্ত দ্বিতীয় সবচেয়ে সেরা বোলিং ফিগার।
সাকিবের আগে তালিকার এক নম্বরে আছে ইংলিশ তারকা সুপিয়াহ। ইংল্যান্ডের ফ্রেন্ডস লাইফ টি-টুয়েন্টিতে সামারসেটের হয়ে গ্লামরগনের বিপক্ষে এই তারকাও ৬টি উইকেট নিয়েছিলেন। তবে সেজন্য তার খরচ হয়েছিল সাকিবের থেকে এক রান কম।
এবার এই দুই তারকার পর নিজের নামটি লিখালেন নিউজিল্যান্ডের তারকা কাইল জ্যামিসান। ঘরোয়া ক্রিকেটে ৭ রানের খরচায় নিয়েছেন ৬টি উইকেট।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন