শিরোনাম

প্রচ্ছদ /   বিপিএলে আসার আগেই স্মিথের কাছে যে জিনিস চেয়ে বসলেন সাব্বির

বিপিএলে আসার আগেই স্মিথের কাছে যে জিনিস চেয়ে বসলেন সাব্বির

Avatar

মঙ্গলবার, জানুয়ারী ১, ২০১৯

প্রিন্ট করুন

আগামী ৫ই জানুয়ারি পর্দা উঠতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরের। বিপিএলের এবারের আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জার্সিতে মাঠে নামবেন অস্ট্রেলিয়ান সাবেক অধিনায়ক স্টিভ স্মিথ। আর এই একই দলে খেলবেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার এনামুল হক বিজয়।

স্মিথের কাছ থেকে শেখার জন্য মুখিয়ে আছেন বিজয়। একই সঙ্গে স্মিথের জন্য তিনি অনেক প্রশ্ন তৈরি করেছেন বলেই আজ মিরপুরে কুমিল্লার ঐচ্ছিক অনুশীলন শেষে সাংবাদিকদের বলেন।

এ প্রসঙ্গে বিজয় বলেন, ‘আমার কাছে মনে হয় যে সে অনেক বড় তারকা বিশ্ব ক্রিকেটে। আমরা যারা কিছু তরুণ ক্রিকেটার আছি তাঁরা সবাই মিলে প্রশ্ন করবো কিছু থাকলে এবং চেষ্টা করবো তাঁর থেকে ভালো কিছু প্রেরণাদায়ক বিষয় বের করে আনার জন্য। আর ক্রিকেটে তো শেখার শেষ নেই।’

তিনি আরো বলেন, ‘আমার কাছে মনে হয় এত বড় তারকার কাছ থেকে ছোট ছোট অনেক কিছুই শেখার আছে। আমি নিজেও কিছু প্রশ্ন তৈরি করে রেখেছি, সে আসলে করবো। করলে যদি শিখতে পারি তাহলে পরবর্তীতে আমার যদি উপকার হয় তাহলে সেটি নেয়ার চেষ্টা করব।’

কুমিল্লার জার্সিতে স্মিথ ছাড়াও দেখা যাবে দেশসেরা ওপেনার তামিম ইকবাল, পাকিস্তানি দুই অভিজ্ঞ অলরাউন্ডার শোয়েব মালিক ও শহীদ আফ্রিদিকে। তাদের কাছ থেকে শিখতে চান বিজয়।

বিজয় বলেন, ‘এছাড়া আরও বড় বড় ক্রিকেটার আছে। আফ্রিদি আছে, শোয়েব মালিক আছে, তামিম ভাইয়ের মতো খেলোয়াড় আছে। আমার কাছে মনে হয় বিপিএল অনেক বড় একটি মঞ্চ, বড় সুপার স্টারদের জায়গা। আমি চেষ্টা করবো সবার কাছে একটু একটু করে নিয়ে ভবিষ্যতে কাজে লাগানোর।’

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন