শেষ হয়েছে ২০১৮ সালের টাইগারদের আন্তর্জাতিক ক্রিকেট। এদিকে ২০১৯ সালে বেশ কয়েকটি সিরিজ খেলার মাধ্যমে ব্যস্ত সময় কাটাবেন টাইগাররা।আর এর মধ্যে নবাগত টেস্ট স্ট্যাটাস পাওয়া আফগানিস্তান টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসবে।
আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রাম (এফটিপি) অনুযায়ী নতুন বছরের ফেব্রুয়ারি মাসে নিউজিল্যান্ড সফর দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবে টাইগাররা।কিউইদের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টেস্টের সিরিজ খেলবেন সফরকারীরা। মার্চে শেষ হবে ওই সিরিজ। এরপরের এক মাসের বিরতি।
এদিকে ২০১৯ সালের জুন-জুলাইয়ে ইংল্যান্ডে বিশ্বকাপ ক্রিকেটের আসর বসবে। আর বিশ্বকাপ শেষে অক্টোবরে মাসে ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে এক টেস্ট ও দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলবেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন