আগামী ৫ই জানুয়ারী থেকেই শুরু হতে যাচ্ছে বিপিএল। সেই বিপিএলের আগে অনান্য দলের মতো এবারের দল গোছাচ্ছে রাজশাহী কিংসও। আর রাজশাহী কিংসের কোচ জানালেন নিজেদের পরিকল্পনার কথা।রাজশাহী কিংসের কোচ বলেন ,’ ‘আমরা দেশি এবং তরুণ ক্রিকেটারদের ওপর বেশি আস্থা রাখি। যেহেতু তারা বেশ ভালো অবস্থানে আছে।’
বাবুল আরও মনে করেন মমিনুল, সৌম্য, মুস্তাফিজরা জ্বলে উঠতে পারলে টুর্নামেন্টে একটি ভালো অবস্থানে যাওয়া অসম্ভব কিছু হবে না কিংসদের পক্ষে। তাঁর ভাষ্যমতে, ‘আমি মনে করি স্থানীয়রাই আমাদের ভালো অবস্থানে নিয়ে যাবে। স্থানীয় ক্রিকেটাররাই আমাদের শক্তি।’
উল্লেখ্য এবারের বিপিএলে রাজশাহী দলটির হয়ে খেলবেন মমিনুল হক, মুস্তফিজুর রহমান, মেহেদি হাসান মিরাজ, সৌম্য সরকারের মতো জাতীয় দলের ক্রিকেটাররা। আর এইসব তরুণ ক্রিকেটারদের উপরেই সবচেয়ে বেশি আস্থা রাজশাহী কোচের।
রাজশাহী কিংসের স্কোয়ার্ডঃ উদনা, কামরুল ইসলাম রাব্বী, লরি ইয়ানস, মার্শাল আইয়ুব, মেহেদী হাসান মির্যাজ, মোহাম্মদ সামি, মুস্তাফিজুর রহমান, কাইয়স আহমেদ, রায়ান দশ ডোশচেট, সেকুগ প্রসন্ন, সৌম্য সরকার, জাকির হাসান।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন