শিরোনাম

প্রচ্ছদ /   বড় চমকে শক্তিশালী স্কোয়াড ঘোষণা করল কুমিল্লা ভিক্টোরিয়ান্স

বড় চমকে শক্তিশালী স্কোয়াড ঘোষণা করল কুমিল্লা ভিক্টোরিয়ান্স

Avatar

মঙ্গলবার, ডিসেম্বর ২৫, ২০১৮

প্রিন্ট করুন

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগামী আসরকে সামনে রেখে ব্যাটিং শক্তি নির্ভর দল গড়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। দলটির টপ অর্ডারে আছেন দেশের ক্রিকেটের বেশ কয়েকজন পরিচিত মুখ।

অধিনায়ক তামিম ইকবালের সাথে আছেন আরেক মারকুটে ওপেনার ইমরুল কায়েস। জিম্বাবুয়ের বিপক্ষে সদ্য শেষ হওয়া ওয়ানডে সিরিজের ব্যাট হাতে দারুণ ধারাবাহিকতার প্রমাণ দিয়েছেন তিনি।

তাছাড়া, দলের উইকেটরক্ষক ব্যাটসম্যানের চাহিদা মেটাতে আছেন এনামুল হক বিজয়। ক্যারিবিয়ান ওপেনার এভিন লুইসকেও কুমিল্লার ইনিংস শুরু করতে দেখা যেতে পারে। তাছাড়া, মিডেল অর্ডারে দলটি বড় ভরসা রাখবে শহীদ আফ্রিদি ও শোয়েব মালিকের উপর।

কুমিল্লার হয়ে খেলবেন লঙ্কান পেস বোলিং অলরাউন্ডার থিসারা পেরেরা। এছাড়া লিয়াম ডসন, আসেলা গুনারত্নের মতো মারকুটে ব্যাটসম্যানরা আছেন। স্বদেশিদের মধ্যে আছেন মোহাম্মদ সাইফউদ্দিন, জিয়া-উর রহমান, শামসুর রহমান শুভরা।

যারা লোয়ার মিডেল অর্ডারে ঝড় তুলতে পারেন। কুমিল্লার বোলিং আক্রমণে অবশ্য বড় কোনো নাম নেই। তবে দলটি ভরসা রাখতে চাইছে বাংলাদেশ দলের তরুণ পেসার আবু হায়দার রনির উপর।

অবশ্য, পাকিস্তানের পেস বোলিং অলরাউন্ডার আমির ইয়ামিন, বাংলাদেশের পেসার মোহাম্মদ শহীদ, স্পিনার মেহেদি হাসান, সঞ্জিত সাহাদের নিয়ে বোলিং আক্রমণ যেকোনো দলকের বিপদে ফেলতে পারে।

কুমিল্লা ভিক্টোরিয়ানসঃ

তামিম ইকবাল, ইমরুল কায়েস, মোহাম্মদ সাইফউদ্দিন, শোয়েব মালিক, অাসেলা গুনারত্নে, লিয়াম ডসন, আবু হায়দার রনি, এনামুল হক বিজয়, মেহেদি হাসান, জিয়া-উর রহমান, শহিদ আফ্রিদি, থিসারা পেরেরা, মোশাররফ হোসেন রুবেল, মোহাম্মদ শহীদ, শামসুর রহমান শুভ, সঞ্জিত সাহা, এভিন লুইস, ওয়াকার সালমা খাই, আমের ইয়ামিন।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন