শিরোনাম

প্রচ্ছদ /   কোচ ও নির্বাচকের মতে নিউজিল্যান্ড সিরিজে তামিমের সাথে ওপেনিং খেলবেন যে টাইগার

কোচ ও নির্বাচকের মতে নিউজিল্যান্ড সিরিজে তামিমের সাথে ওপেনিং খেলবেন যে টাইগার

Avatar

মঙ্গলবার, ডিসেম্বর ২৫, ২০১৮

প্রিন্ট করুন

জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজে ছিলেন না দেশসেরা ওপেনার তামিম ইকবাল। যার ফলে তামিমের না থাকায় ওপেনিংয়ে ছিলেন ইমরুল কায়েস ও লিটন দাস। ওপেনিংয়ে ইমরুল দুর্দান্ত খেললেও ইমরুলের তুলনায় অনেক পিছিয়ে ছিলেন লিটন।

তিন ম্যাচের সিরিজে দুই সেঞ্চুরিসহ ৩৪৯ (১৪৪*+৯০+১১৫) রান করেছিলেন ইমরুল। অন্যদিকে লিটন (৪+৮৩+০)। অন্যদিকে একটি ম্যাচে সুযোগ পেয়ে দারুণ এক সেঞ্চুরি হাঁকান সৌম্য সরকার। তামিম ছাড়া জিম্বাবুয়ে সিরিজে টপঅর্ডারের ব্যাটিং ছিল এমন।

কিন্তু ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন তামিম।উইন্ডিজের বিপক্ষে ওয়ানডে ম্যাচে ২ হাফ সেঞ্চুরি করেছেন তামিম ইকবাল,  এখন নিউজিল্যান্ড সিরিজে তামিমের সঙ্গে ওপেনিংয়ে কাকে দেখা যাবে এ নিয়ে ভক্ত-সমর্থকদের মধ্যে রয়েছে অনেক প্রশ্ন। তার সঙ্গী হবেন কে? ইমরুল না সৌম্য? নাকি লিটন দাস? এদিকে তামিমের পাশাপাশি প্রস্তুতি ম্যাচে দুর্দান্ত এক শতক হাঁকিয়েছেন সৌম্য।

যার ফলে তাকেও দল থেকে বাদ দেওয়ার কোনো উপায় নেই। নানা আলোচনা, পর্যালোচনা ও ব্যাখ্যা-বিশ্লেষণ চারিদিকে। তবে ভেতরের খবর টিম ম্যানেজম্যান্ট ও নির্বাচকরা তামিম-লিটন নয়; তামিম-ইমরুলকেই বেঁছে নিতে যাচ্ছেন।

শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন সকালে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানালেন উদ্বোধনী জুটি তামিম-ইমরুলের, তিনে খেলবেন সৌম্য। অন্যদিকে সাকিব কত নম্বর পজিশনে খেলবেন এমন প্রশ্নের জবাবে নান্নু বলেন, ‘সাকিব খেলবে পাঁচ নম্বরে।’

টেস্ট সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করে বাংলাদেশ এখন উৎসব মুখর। এবার ৫০ ওভার ক্রিকেটের চ্যালেঞ্জ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যে দলে আছেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল।

দীর্ঘদিন মাঠের বাইরে থাকা বাঁহাতি ড্যাশিং ওপেনার তামিম ও ক্যারিবীয়দের বিপক্ষে খেলছেন তিনি। এ ছাড়া চোটের কারণে দ্বিতীয় টেস্টে খেলতে না পারা ওপেনার ইমরুল কায়েস ওয়ানডে সিরিজের দলে রয়েছেন। দীর্ঘদিন পর দলে ফিরেছেন অলরাউন্ডার সাইফুদ্দিন।

বাংলাদেশ ওয়ানডে দল: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, লিটন কুমার দাস, সাকিব আল হাসান (সহঅধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, নাজমুল ইসলাম অপু, মোহাম্মদ মিঠুন, সাইফ উদ্দিন, আবু হায়দার রনি ও আরিফুল হক।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন