উইন্ডিজদের বিপক্ষে সদ্য শেষ হওয়া টি টুয়েন্টি সিরিজের পর আইসিসির প্রকাশিত অলরাউন্ডারদের তালিকার দ্বিতীয়তে উঠে এসেছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। এক্ষেত্রে তিনি ছাড়িয়ে গিয়েছেন আফগানিস্তানের মোহাম্মদ নবীকে।
সাকিবের পাশাপাশি তাঁর সতীর্থ মাহমুদুল্লাহ রিয়াদও এগিয়েছেন অলরাউন্ডারদের র্যাংকিংয়ে। প্রোটিয়া ক্রিকেটার জেপি ডুমিনিকে ছাড়িয়ে তাঁর বর্তমান অবস্থান চতুর্থতে। সুতরাং বলা যায় টি টুয়েন্টি অলরাউন্ডার হিসেবে সাকিবের অনেকটা ঘাড়েই নিঃশ্বাস ফেলছেন মাহমুদুল্লাহ।
শুধু অলরাউন্ডারদের র্যাংকিংয়েই নয়, বোলিং এবং ব্যাটিংয়েও দারুণ উন্নতি হয়েছে সাকিব এবং মাহমুদুল্লাহর। ব্যাটসম্যানদের র্যাংকিংয়ে সাকিব ৭ ধাপ এবং মাহমুদুল্লাহ এগিয়েছেন ২ ধাপ। অপরদিকে বোলারদের র্যাংকিংয়ে সাকিব এগিয়েছেন তিন ধাপ। যেখানে রিয়াদ এক সিরিজ দিয়েই এগিয়ে গিয়েছেন ১৭ ধাপ।
তিন ম্যাচের টি টুয়েন্টি সিরিজের প্রথমটিতে ৬১ রানের দুর্দান্ত একটি ইনিংস খেলেছিলেন সাকিব। এরপর দ্বিতীয় ম্যাচে অপরাজিত ছিলেন ৪২ রানে। ব্যাট হাতে ধারাবাহিকতা বজায় রাখার দরুন ব্যাটসম্যানদের র্যাংকিংয়ে ৩৭তম অবস্থানে উঠে এসেছেন তিনি। আর পুরো সিরিজে নিজের বোলিং কারিশমা দেখিয়ে ৮ উইকেট তুলে নেয়ায় টি টুয়েন্টি বোলারদের র্যাংকিংয়ে ৭ এ চলে এসেছেন সাকিব।
এদিকে মাহমুদুল্লাহ উইন্ডিজদের বিপক্ষে সিরিজটিতে ৬৬ রান করে ব্যাটসম্যানদের তালিকায় দুই ধাপ এগিয়ে ৩১তম স্থানে উঠে এসেছেন। এছাড়াও বল হাতে ৫ উইকেট শিকার করার মাধ্যমে বোলারদের র্যাংকিংয়ে ৫১তে উঠে এসেছেন তিনি।
এই দুই ক্রিকেটার ছাড়াও র্যাংকিংয়ে উন্নতি ঘটেছে উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটন কুমার দাসের। দ্বিতীয় এবং তৃতীয় ম্যাচে যথাক্রমে ৬০ এবং ৪৩ রান করা লিটন ব্যাটসম্যানদের র্যাংকিংয়ে এক লাফে এগিয়েছেন ২৬ ধাপ। বর্তমানে ক্যারিয়ার সেরা র্যাংকিং ৪৭ তম স্থানে তাঁর অবস্থান।
বাংলাদেশি ক্রিকেটার ছাড়াও টি টুয়েন্টি র্যাংকিংয়ে উন্নতি ঘটেছে ক্যারিবিয়ানদেরও। সিরিজে ব্যাট হাতে ১০৮ রান সংগ্রহ করা ওপেনার এভিন লুইস ব্যাটসম্যানদের তালিকায় ১১ ধাপ এগিয়ে ৪ নম্বরে উঠে এসেছেন।
অপরদিকে আরেক ওপেনার শাই হোপ ৮২ থেকে উঠে এসেছেন ৮০তে। এছাড়াও নিকোলাস পুরান ১৬ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা ৮৮তম স্থানে অবস্থান করছেন বর্তমানে।বোলারদের মধ্যে ক্যারিবিয়ান অধিনায়ক কার্লোস ব্র্যাথওয়েট ৮ ধাপ উন্নতি নিয়ে ২২তম এবং কিমো পল ৪২ ধাপ এগিয়ে ৩০ এ উঠে এসেছেন।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন