ঘরের মাটিতে বাংলাদেশের সিরিজ শেষ। সেটা এই বছরের জন্যই নয়, একেবারে বিশ্বকাপ পর্যন্ত। বিশ্বকাপের আগে আর বাংলাদেশের কোন হোম সিরিজ নেই।
তবে বিশ্বকাপের পর প্রথম হোম সিরিজে বাংলাদেশের প্রতিপক্ষ হতে যাচ্ছে অস্ট্রেলিয়া। সেই সিরিজটি হবে অক্টোবর মাসে। বিশ্বকাপের পর সেটাই হবে প্রথম হোম সিরিজ টাইগারদের জন্য।অস্ট্রেলিয়ার পর বাংলাদেশে আসবে আফগানিস্তান। একটি টেস্ট ও ২টি টুয়েন্টি ম্যাচ খেলবে তারা বাংলাদেশের সাথে।
আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের পর বাংলাদেশ খেলতে যাবে ভারতে। সফরে বাংলাদেশ ২টি টেস্ট ও তিনটি টুয়েন্টি ম্যাচ খেলবে। ভারতের পর বাংলাদেশ যাবে শ্রীলঙ্কা। সেখানে তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে স্বাগতিকদের বিপক্ষে।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন