উইন্ডিজদের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে হেরেছে বাংলাদেশ দল। তবে উইন্ডিজদের বিপক্ষে সিরিজ নির্ধারণী শেষ টি-টোয়েন্টি ম্যাচে আলোচনায় ম্যাচের বিতর্কিত আম্পায়ারিং। এবার বিতর্কিত ‘নো-বল’ দেওয়া প্রসঙ্গে মুখ খুলেছেন অভিযুক্ত আম্পায়ার তানভীর আহমেদ।
উইন্ডিজ পেসার ওশান থমাসের ওভারে পরপর দুটি বলকে ‘নো-বল’ ডাকেন বাংলাদেশি এ আম্পায়ার। যদিও বল দুইটি নো বল ছিল না। পরপর এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ে মাঠের মধ্যেই উত্তপ্ত হয়ে ওঠে উইন্ডিজ শিবির। এরপর এ ঘটনার জন্য ব্যাপক সমালোচিত হতে হয়েছে আম্পায়ার তানভীরকে।
সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সব জায়গায় আম্পায়ার তানভীরকে নিয়ে চলে তীব্র সমালোচনা। আবার অনেকেই বাংলাদেশের আম্পায়ারদের সামর্থ্য নিয়েও প্রশ্ন করে। তবে এসব নিয়ে মুখ খুলেছেন অভিযুক্ত আম্পায়ার তানভীর আহমেদ।
সম্প্রতি এক সাক্ষাৎকারে এ প্রসঙ্গে তিনি বলেন, ‘নো-বলের ক্ষেত্রে দাগ ও পা অনেক কাছাকাছির বিষয় থাকে। আর দ্রুত লাফ দিলে অনেক সময় বুঝতে একটু সমস্যা হয়। আন্তর্জাতিক ক্রিকেটে আমি নতুন। আমি ভুল করেছি।’
তিনি আরো বলেন, ‘খেয়াল করে দেখবেন পেছনে আমার কোনো বাজে ইতিহাস নেই। একটা ভুল হয়েছে। ইনশা আল্লাহ ভালোভাবে ফিরে আসব। প্রতিটি মানুষেরই ভালো দিন, খারাপ দিন যায়। গতকাল আমার খারাপ দিন গেছে।’
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন