শিরোনাম

প্রচ্ছদ /   টি-২০ অলরাউন্ডার র্র্যাংকিংয়ে ৪ নম্বরে উঠে এসেছেন মাহমুদুল্লাহ

টি-২০ অলরাউন্ডার র্র্যাংকিংয়ে ৪ নম্বরে উঠে এসেছেন মাহমুদুল্লাহ

Avatar

রবিবার, ডিসেম্বর ২৩, ২০১৮

প্রিন্ট করুন

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষে আজ আইসিসি টি-টোয়েন্টি র্র্যাংকিং প্রকাশ করেছে। সেখানে ব্যাট হাতে দারুণ উন্নতি করেছে ওপেনার লিটন দাস এবং তিন বিভাগেই ব্যাটিং বোলিং এবং অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের দারুণ উন্নতি করেছেন অধিনায়ক সাকিব আল হাসান এবং মাহমুদুল্লাহ।

অলরাউন্ডার র্র্যাংকিংয়ে তিন নম্বর থেকে দুই নম্বরে উঠে এসেছেন সাকিব আল হাসান। এবং ৭ নম্বর থেকে ৪ নম্বরে উঠে এসেছেন মাহমুদুল্লাহ রিয়াদ। ৩৬২ রেটিং পয়েন্ট নিয়ে টি টোয়েন্টি অলরাউন্ডার র্র্যাংকিংয়ে এক নম্বরে রয়েছেন অস্ট্রেলিয়ার গ্রীন ম্যাক্সওয়েল। দুই নম্বরে থাকা সাকিব আল হাসানের রেটিং পয়েন্ট ৩৩৮। এছাড়াও তিন নম্বরে রয়েছেন আফগানিস্তানের মোঃ নাবি। তার রেটিং পয়েন্ট ৩১৩। আর চার নম্বরে থাকা মাহমুদুল্লাহ রিয়াদের রেটিং পয়েন্ট ২৪০।

তবে ব্যাট হাতে বড় ধরনের উন্নতি করেছেন ওপেন আর লিটন দাস। ২৬ ধাপ উন্নতি করে বর্তমানে ৪৭ নম্বরে রয়েছেন লিটন দাস। বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টি ব্যাটিং র্যাংকিং এ মাহমুদুল্লাহ রিয়াদ ৫২৬ রেটিং পয়েন্ট নিয়ে ৩১ নম্বরে। ৫১৮ রেটিং পয়েন্ট নিয়ে ৩৭ নম্বরে সাব্বির রহমান। ৪৯৯ রেটিং পয়েন্ট নিয়ে ৪১ নম্বরে তামিম ইকবাল। ৪৭৩ রেটিং পয়েন্ট নিয়ে ৪৭ নম্বরে লিটন দাস। এবং ৪৫১ রেটিং পয়েন্ট নিয়ে ৫২ নম্বরে রয়েছেন মুশফিকুর রহিম।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন