এর আগে কখনোই বিপিএলে খেলা হয়নি ইমরান তাহিরের। তবে এবার বিপিএলে খেলতে আসছেন তিনি। তবে সেটা সিলেট সিক্সার্সের হয়ে। আজকেই তারা অফিসিয়ালভাবে জানিয়েছে তারা।
বিপিএলের প্লেয়ার্স ড্রাফটে থাকলেও অনুষ্ঠিত ড্রাফট থেকে তাঁকে দলে ভেড়ায়নি কোন ফ্র্যাঞ্চাইজি। এবার বিপিএল শুরুর কয়েকদিন আগে তাঁকে দলে টানলো সিলেট। তবে কারও বদলি হিসেবে তাহিরকে দলে ভেড়ানো হয়েছে নাকি সেটা এখনও নিশ্চিত হওয়া যায় নি। এবারই প্রথম বিপিএলে অংশ নিচ্ছেন তাহির।
এদিকে বিপিএলের ষষ্ঠ আসরের জন্য তারকা সম্পন্ন দল সাজিয়েছে সিলেট। ড্রাফটের আগেই ক্রিকেট থেকে টেম্পারিংয়ের দায়ে এক বছরের জন্য নিষিদ্ধ হওয়া অস্ট্রেলিয়ার সাবেক সহ-অধিনায়ক এবং বাঁহাতি ওপেনার ডেভিড ওয়ার্নারের সঙ্গে চুক্তিবদ্ধ হয় সিলেট।
আসন্ন আসরে সিলেটের নেতৃত্বেও থাকছেন এই অজি। এছাড়া বিদেশী ক্রিকেটারদের মধ্যে ক্যারিবিয়ান দুই হার্ড হিটার আন্দ্রে ফ্লেচার-নিকোলাস পুরান, পাকিস্তানের সোহেল তানভির এবং নেপালের লেগ স্পিনার সন্দীপ লামিচানের মত ক্রিকেটারদেরও ড্রাফটের মধ্য দিয়ে দলে টেনেছিল সিলেট। আর দেশী ক্রিকেটারের মধ্যে নাসির হোসেন, সাব্বির রহমান এবং তাসকিন আহমেদের মতো খেলোয়াড়রা আছে এই দলে।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন