মিরপুরে শেষ টি-টুয়েন্টি ম্যাচে আম্পায়ারিং ইস্যুতে আট মিনিট খেলা বন্ধ থাকায় ম্যাচের পাল্লা উইন্ডিজদের পক্ষে হেলে পড়েছে, ম্যাচ শেষে এমন ইঙ্গিত দিয়েছেন কোচ স্টিভ রোডস।বাংলাদেশ দল উইন্ডিজদের ১৯১ রানের জবাবে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা করেছিল। তামিম ইকবালকে হারালেও লিটন ও সৌম্যর ব্যাটে ওভার প্রতি ১২ রান করে তুলে দারুণ ভিত গড়ে দিয়েছিল বাংলাদেশকে।
কিন্তু চতুর্থ ওভারের পঞ্চম বলে নো বল বিতর্ক নিয়ে উইন্ডিজ কাপ্তানের ম্যাচ থামিয়ে আম্পায়ারের সাথে বিতর্কে জড়ানোয় ম্যাচের মোড় ঘুরে যায়। দারুণ ছন্দ থাকা বাংলাদেশ দলের ছন্দ পতন ঘটে।
‘হ্যাঁ অবশ্যই। যদি আপনি আজকের ম্যাচ দেখেন, উইন্ডিজরা উড়ন্ত সূচনা পেয়েছিল, মুমেন্টাম তাদের পক্ষে ছিল। এরপর আমরা দারুণ ম্যাচে ফিরে আসি। আমাদের ইনিংস শুরুর সময় মুমেন্টাম আমাদের পক্ষে ছিল।
‘এরপর ম্যাচের মাঝে খেলা বন্ধ হওয়ায় মুমেন্টাম ওদের পক্ষে চলে গিয়েছে। আমি আমাদের প্লেয়ারদের ড্রেসিং রুমে শান্ত রাখার চেষ্টায় ছিলাম,’ ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বলেছেন স্টিভ রোডস।
ঘটনার সময় কোচ হিসেবে ড্রেসিং রুমের পরিবেশ ঠাণ্ডা রাখার চেষ্টা করেছিলেন এই ইংলিশম্যান। একই সাথে মাঠে বার্তা পাঠিয়ে দুই ব্যাটসম্যান লিটন ও সৌম্যকেও মনোযোগ ধরে রাখতে বলেছিলেন।
‘চেষ্টা করেছি মাঠে বার্তা পাঠাতে, বলতে চেয়েছি, ‘দেখ আমরা এখন ভালো অবস্থানে আছি। তোমরা সতর্ক থাক এবং যখন খেলা শুরু হবে তখন মনোযোগ ধরে রেখ।’ কারণে এমন অবস্থায় ম্যাচের মোড় ঘুরে যেতে পারে।
‘দুঃখের বিষয় হচ্ছে, বার্তা দেয়ার পরও সেটা কাজে আসে নি, কারণ এমন অবস্থায় সবসময় মাথা ঠাণ্ডা রাখা কঠিন। এটাই আমাদের হয়েছে, আমরা ধারাবাহিকভাবে উইকেট হারিয়েছি।’
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন