শিরোনাম

প্রচ্ছদ /   আজ কেন কেউ আইসিসিকে দোষারোপ করতেছে নাহ

আজ কেন কেউ আইসিসিকে দোষারোপ করতেছে নাহ

Avatar

শনিবার, ডিসেম্বর ২২, ২০১৮

প্রিন্ট করুন

উইন্ডিজের কাছে বিশাল ব্যবধানের হেরে সিরিজ হারিয়েছে বাংলাদেশ। তবে আজকের হারের থেকে সব কিছু ছাপিয়ে গেছে একটি ‘নো বল’ এর আম্পায়ারিং ডিসিশন নিয়ে।

উইন্ডিজের দেয়া লক্ষে যখন বাংলাদেশ ব্যাট করতে নেমে তামিম আউট হলেন তখন শুরু হয়েছিল লিটন দাসের ঝড়ো ব্যাটিং। তখন লিটন ঝড়ের সময় স্বাগতিক ব্যাটসম্যানদের চেপে ধরতে গিয়ে শর্ট বল, ওভার স্টেপিংয়ে বারবার ভুল করতে লাগলেন দুই উইন্ডিজ পেসার।

একপ্রান্ত দিয়ে লিটন দাসের ক্যাচও নিলেন তারা, কিন্তু নো বল ডাকলেন আম্পায়ার তানভীর আহমেদ। রিপ্লেতে দেখা গেল থমাসের পায়ের গোড়ালি ছিল দাগের মধ্যে। আম্পায়ারের এমন সিদ্ধান্ত মেনে নিতে পারেননি উইন্ডিজ অধিনায়ক কার্লোস ব্র্যাথওয়েট। তবে ম্যাচ রেফারি, টিভি আম্পায়ার তার সঙ্গে দীর্ঘ আলাপ শেষে নো বল বহাল রাখেন।

তবে তানভীর আহমেদ এর নো বল কে কেন্দ্র করে সমালোচনার ঝড় বইছে ক্রিকেটা পাড়ায়। বিশেষ করে সামাজিক মাধ্যমে চলছে তর্ক-বিতর্ক।

সেলিম মোস্তফা নামে একজন ফেসবুকে লিখেছেন, ”খুবই লজ্জাজনক ঘটনা ঘটছে মিরপুরে। ফ্রি হিট যুগের পর থেকে আম্পায়াররা নো বলের ক্ষেত্রে অনেক লিবারেল হয়ে গেছে। এজন্য প্রায় দেখা যায় যে আউট হলে আম্পায়াররা আবার নো বল চেক করে। এই তানভির আহমেদ বিপিএলে প্রচুর ভুল ডিশিসান দেয়। এই লোক কিভাবে ইন্টারন্যাশনাল ম্যাচে আম্পারিং করে? অলরেডি একবার ডিশিসান ভুল হল নো বলে। তবুও সেইম ওভারে আবার সেইম ভুল।”

সেই পোস্টে আয়ান চৌধুরী নামে এক ক্রিকেট প্রেমি লিখেছে, ” বাংলাদেশের একটা আম্পায়ার ও সঠিক সিদ্ধান্ত দিতে পারেনা, একজন ভুল সিদ্ধান্ত দেয় দেশের বিপক্ষে দিয়ে নিজেরে উপরে তুলে (সৈকত), আরেকটা তো নিয়মই জানেনা। আরেকজন ব্যাট লাগার পর ও লেগবিফর দেয়। আরেকটা ফিক্সারদের সাথে ফিক্সিং করে। বাংলাদেশের ভাবমূর্তি রক্ষার জন্য এই দেশ থেকে আম্পায়ার দিয়ে ম্যাচ পরিচালনা করা নিষিদ্ধ করা হোক।”

মোহাম্মদ মারুফ হোসেন লিখেছেন, ”বাংলাদেশের সন্মান নষ্ট করার জন্য এই আম্পায়ারটাই যথেষ্ট।”শুদ্র লিখেছে, ”এটা কি সত্যিই ভুল করে ভুল নাকি ইচ্ছাকৃত ভুল!!”

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন