শিরোনাম

প্রচ্ছদ /   একটু পরেই ৩ বোলার ২ অলরাউন্ডার ও ৪ ব্যাটসম্যান নিয়ে মাঠে নামছে বাংলাদেশ

একটু পরেই ৩ বোলার ২ অলরাউন্ডার ও ৪ ব্যাটসম্যান নিয়ে মাঠে নামছে বাংলাদেশ

Avatar

শনিবার, ডিসেম্বর ২২, ২০১৮

প্রিন্ট করুন

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ টুয়েন্টি ম্যাচ আগামীকাল মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। বছরের শেষ এই ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলাদেশের সামনে। ইতিমধ্যেই এই সিরিজে একটি করে ম্যাচে জয়লাভ করেছে দুই দল। আগামীকালের ম্যাচে যারা জয়লাভ করবে টি-টোয়েন্টি সিরিজ তাদের হবে। আগামীকালের ম্যাচের একাদশে আসছে না কোনো পরিবর্তন। গত দুই ম্যাচের একাদশ নিয়েই আগামীকাল খেলতে নামবে বাংলাদেশ দল।

আগামীকাল ম্যাচের জন্য বাংলাদেশের সম্ভাব্য একাদশ : লিটন দাস, তামিম ইকবাল, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, আরিফুল হক, মোহাম্মদ সাইফুদ্দিন, মেহেদি হাসান মিরাজ, আবু হায়দার রনি, মোস্তাফিজুর রহমান।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন