আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে একাদশ জাতীয় নির্বাচন। এতে অংশ নিচ্ছেন বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তবে এর পূর্বে উইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে দলকে নেতৃত্ব দিবেন তিনি। আর সিরিজ চলাকালীন সংবাদ সম্মেলনে নির্বাচন নিয়ে কোনও প্রশ্ন শুনতে চাননা মাশরাফি। আজ মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে এমনটিই জানিয়েছেন মাশরাফি।শোয়েব মালিকের দুর্দান্ত ক্যাচ নেওয়ার পর মাশরাফি মুর্তজার উদযাপন।
গত প্রায় একমাস থেকে আলোচনার কেন্দ্রবিন্দুতে মাশরাফির নির্বাচনে অংশগ্রহণ করার বিষয়টি। এর মাঝে মনোনয়নপত্র সংগ্রহ করেন মাশরাফি। বাংলাদেশ আওয়ামী লীগের হয়ে নড়াইল-২ আসন থেকে নির্বাচন করছেন বাংলাদেশের সবচেয়ে সফল এই ওয়ানডে অধিনায়ক। তবে এর মাঝে কোনও সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মুখোমুখি হোন নি মাশরাফি।
এদিকে ৯ ডিসেম্বর শুরু হচ্ছে উইন্ডিজের বিপক্ষে টাইগারদের ওয়ানডে সিরিজ। এর পূর্বে আজ (৪ ডিসেম্বর) সাংবাদিকদের মুখোমুখি হয়ে নানান প্রশ্নের উত্তর দেন মাশরাফি। সাধারণত ক্রিকেটারদের সংবাদ সম্মেলন বিসিবির নির্ধারিত প্রেস কনফারেন্স রুমে হয়ে থাকলেও মাশরাফি আজ কথা বলেছেন মিরপুর একাডেমী ভবনের কাছে। কেননা, এটি ছিল মাশরাফির নিজের ইচ্ছাতেই। তবে এর জন্য বিসিবির অনুমতি নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক।
এই প্রসঙ্গে মাশরাফি বলেন, ‘অবশ্যই বিসিবির অনুমতি আছে। আমাদের মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম ভাইয়ের সাথে কথা বলেই এই প্রেস কনফারেন্সের আয়োজন করা হয়েছে। তবে পুরো বিষয়টি আমার ব্যক্তিগত উদ্যোগে হচ্ছে। “এর পিছনের কারণ হিসেবে মাশরাফি বলেন, ‘মূলত সিরিজ চলাকালীন যাতে নির্বাচন সম্পর্কিত কিছু শুনতে না হয় তাই এখন এটি করা।”
৯,১১,১৪ ডিসেম্বর উইন্ডিজের বিপক্ষে তিন ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ। এর মাঝে রাজনীতি কিংবা নির্বাচন নিয়ে প্রশ্ন শুনতে চাননা মাশরাফি। তিনি বলেন, ‘আমি চাই না ম্যাচের আগের দিন ম্যাচ সংক্রান্ত প্রেস কনফারেন্সে আমাকে নির্বাচন বা রাজনীতি বিষয়ক কোনো প্রশ্ন করা হোক।
যেহেতু সামনে ৬ তারিখে একটা অনুশীলন ম্যাচ ও পরে ৯ তারিখে প্রথম ওয়ানডে। তাই এ সময়ের মধ্যে আমাকে মিডিয়ার সামনে আসতেই হবে। তখন আমি চাই না ক্রিকেটের বাইরে কোনো কথা বলতে। আমি আজ এ (নির্বাচন) ব্যাপারে কথা বললেও ১৪ তারিখ অর্থাৎ সিরিজের শেষ ওয়ানডে পর্যন্ত ক্রিকেটই আমার একমাত্র ধ্যান-জ্ঞান। এসময়ে যাতে ক্রিকেটের বাইরে কিছু ভাবতে না হয়, সে কারণেই আজকের প্রেস কনফারেন্স।’
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন