২০১৮ সাল প্রায় শেষ। এই বছরে ওয়ানডে ক্রিকেটে অনেক তারকাই দারুন সময় কাটিয়েছে। বাংলাদেশ, ভারত, ইংল্যান্ড, পাকিস্তানের ক্রিকেটাররা এই সময়ে সাফল্য পাচ্ছিলেন বেশ। সব মিলিয়ে ২০১৮ সালে দারুন খেলা তারকাদের থেকে ওয়ানডের ২০১৮ সালের সেরা একাদশ তৈরি করেছে ক্রিকেট বিষয়ক একটি ওয়েবসাইট।
তাদের করা একাদশে ভারত থেকে স্থান পেয়েছে ৫ জন। ইংল্যান্ড থেকে আছে দুজন। আফগানিস্তান, দক্ষিন আফ্রিকা, ওয়েস্টইন্ডিজ ও বাংলাদেশ থেকে থেকে আছে একজন করে।
১. রোহিত শর্মা- ১০৩০ রান।২. জনি বেয়ারস্টো- ১০২৫ রান।৩. বিরাট কোহলি- ১২০২ রান।৪. রস টেলর- ৬৩৯ রান।৫. হেটমায়ের- ৭০৭ রান।৬. জস বাটলার- ৬৭১ রান।৭. সাকিব আল হাসান- ৪০২ রান এবং ১৮ উইকেট।৮. রশিদ খান- ৪৮ উইকেট।৯. কুলদ্বীপ যাদব- ৪৫ উইকেট।১০. লুঙ্গি এনগিদি- ২৬ উইকেট।১১. জসপ্রিত বোমরাহ- ২২ উইকেট।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন