ভ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল ২ আসন থেকে নৌকা প্রতীক নিয়ে লড়াই করবেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
এদিকে মাশরাফি বিন মোর্তজার নির্বাচনকে ঘিরে দেশজুড়ে চলছে নানা আলোচনা-সমালোচনা। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াগুলোতে মাশরাফি বিন মুর্তজাকে নিয়ে অনেক সমালোচনা সৃষ্টি হয়েছে।
কিন্তু সামনেই ওয়ানডে সিরিজ। অধিনায়ক হিসেবে মিডিয়ার সামনে আসতেই হবে মাশরাফিকে। সেখানে উঠতে পারে নানান প্রশ্ন নির্বাচন নিয়ে। তাই সেসব প্রশ্ন যাতে খেলার মধ্যে না আসে সেজন্য আজ সংবাদ সম্মেলনে করেছেন মাশরাফি। সেখানেই উত্তর দিয়েছেন বিভিন্ন প্রশ্নের।
সেখানেই রাজনীতিতে কেন আসা এমন প্রশ্নের জবাবে মাশরাফি বলেন, আমি শচীনও না, ম্যাকগ্রাও না যে আমি অবসর নেয়ার পর মানুষ আমাকে মনে রাখবে। আমি চেয়েছিল ভালো কিছু করতে যাতে করে মানুষ আমাকে মনে রাখে। সেজন্য রাজনীতিতে আসা এবং মানুষের জন্য কাজ করা।
আরেক প্রশ্নের জবাবে মাশরাফি বলেন, সেটা অনেক পরের বিষয়। তার আমাকে নির্বাচনে জিততে হবে এবং আরও অনেক কিছু আছে যা করতে হবে। তারপর যদি আমার সামনে সুযোগ আসে তাহলে অবশ্যই আমি চেষ্টা করব কাজ করতে।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন