শিরোনাম

প্রচ্ছদ /   যে কারণে সাপোর্টার কমে গেছে- মাশরাফি

যে কারণে সাপোর্টার কমে গেছে- মাশরাফি

Avatar

মঙ্গলবার, ডিসেম্বর ৪, ২০১৮

প্রিন্ট করুন

নির্বাচনে আসবেন মাশরাফি। এসব নিয়ে এখন তোলপার দেশে। কেউ তাকে ভালোভাবে গ্রহন করছে বা কেউ তিরষ্কার। এসব নিয়ে এতদিন মাশরাফি কোন কথাই বলেননি। কিন্তু সামনেই ওয়ানডে সিরিজ। অধিনায়ক হিসেবে মিডিয়ার সামনে আসতেই হবে মাশরাফিকে। সেখানে উঠতে পারে নানান প্রশ্ন নির্বাচন নিয়ে। তাই সেসব প্রশ্ন যাতে খেলার মধ্যে না আসে সেজন্য আজ সংবাদ সম্মেলনে করেছেন মাশরাফি। সেখানেই উত্তর দিয়েছেন বিভিন্ন প্রশ্নের।

সেখানে মাশরাফিকে প্রশ্ন করা হয়, আপনি আগে ছিলেন পুরো দেশের নেতা। এখন রাজনীতিতে আসার কারনে আপনাকে অর্ধেক মানুষই নেতিবাচক কথা বলেছে। আপনার সাপোর্টার তো অর্ধেক কমে গেল। এটা আপনি কিভাবে দেখেন?

জবাবে মাশরাফি বলেন, এটা স্বাভাবিক। সাপোর্টটা হয়তো কমে যাবে। কিন্তু আমার দিক থেকে আমি পরিস্কার। আমি মানুষের জন্য কাজ করতে চাই। প্রথমে আমার টার্গেট হল বিশ্বকাপ খেলা। এরপর আমি কি করব তা নিশ্চিত নয়। তবে আমি রাজনীতিতে এসেছি মানুষের সেবা করার জন্য।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন