স্পিনের ফাঁদে ফেলে ওয়েস্ট ইন্ডিজকে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। তবে ঘরের মাঠে স্পিন বোলিংয়ে সাফল্য এলেও বিদেশে অন্য চিত্রর দেখা মিলে। বাংলাদেশের পরবর্তী মিশন যেমন নিউজিল্যান্ড। যেখানে বাংলাদেশি ব্যাটসম্যানের বড় পরীক্ষা দিতে হবে ফাস্ট বোলিংয়ের সামনে। কিন্তু ঠিক এক সিরিজ আগে টাইগার ফাস্ট বোলারদের যথেষ্ট প্রস্তুতি হলো কি? উইন্ডিজের বিপক্ষে চট্টগ্রামের পর মিরপুর টেস্টেও স্পিন ট্র্যাক উইকেট বানিয়েছে বাংলাদেশ।
কিন্তু মিরপুরে তারও জায়গা মেলে সাইডবেঞ্চে। অবশ্য নিজেদের ‘স্পিন শক্তি’ প্রয়োগ করে সর্বোচ্চ সাফল্যই পেয়েছে বাংলাদেশ। কিন্তু নিউজিল্যান্ড সফর নিয়ে এখনই নানা কথা শুরু হয়ে যাচ্ছে, আর সেই আলোচনায় যখন পেসারদের প্রস্তুতির কথা আসছে, তখন সাকিব আল হাসান বলে দিচ্ছেন- ‘নিউজিল্যান্ডে শুধু পেসাররাই বল করে। ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজের জন্য দল ঘোষণাও হয়ে গেছে সন্ধ্যার মধ্যে।
তবে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে নিউজিল্যান্ড সফরের কথাও এসেছে বেশ ক’বার। একাধিকবার প্রশ্ন উঠায় অধিনায়ক সাকিব তো একবার হেসে বলেই ফেললেন, ‘দুই মাস পরের সিরিজ নিয়ে এতো প্রশ্ন!’ আর সেখানে কিউই সিরিজের আগে পেসারদের আদর্শ প্রস্তুতির প্রসঙ্গ যখন আসে তখন সাকিব ব্যাখ্যা করেন নিজের ভাবনার। আর গেম সেন্স, তিনটা টেস্ট আছে। প্রচুর বল করার সুযোগ পাবে। ওরা প্রস্তুতি নিয়ে থাকবে। আশা করি, ওরা ওদের পরিশ্রম এবং বোলিংয়ের প্রতিদানও দিতে পারবে।
ম্যাচ খেলার সুযোগ না পাওয়ায় পেসাররা পিছিয়েই যায় বটে।তবে সাকিব মনে করেন, ‘যতোই প্রিপারেশন নেন, জায়গা মতো কাজগুলো যদি ঠিক ভাবে করা না যায়, হাজার প্রিপারেশনেও কোনো কিছু আসে যায় না। অল্প কিছু ম্যাচ খেলা ফাস্ট বোলারও আছে। ভালো কম্বিনেশন যদি তৈরি করতে পারি, তারা যদি তাদের সেরাটা দিয়ে বল করতে পারে। আমার মনে হয় ওরা নিউজিল্যান্ডেও ভালো সাফল্য পেতে পারে।’
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন