শিরোনাম

প্রচ্ছদ /   সবাইকে চমকে দিয়ে নতুন যে ক্লাবে যোগ দিতে যাচ্ছেন তামিম

সবাইকে চমকে দিয়ে নতুন যে ক্লাবে যোগ দিতে যাচ্ছেন তামিম

Avatar

মঙ্গলবার, ডিসেম্বর ৪, ২০১৮

প্রিন্ট করুন

এশিয়া কাপের পর থেকেই বাংলাদেশ জাতীয় দলের বাইরে রয়েছেন সর্বকালের সেরা ওপেনার তামিম ইকবাল। বাংলাদেশ তিন ফরম্যাটে সর্বোচ্চ রান সংগ্রাহক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের মধ্য দিয়ে আবারও মাঠে ফিরছেন। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে নতুন করে ইনজুরিতে পড়ে টেস্ট সিরিজ থেকে ছিটকে পড়েছেন তামিম।

তবে নতুন করে আর কোনো সমস্যা না হলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজেই দেখা যাবে বিশ্বসেরা এই ওপেনারকে। আর মাঠে নেমেই তিনি ছুঁয়ে ফেলবেন কিংবদন্তীদের। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক আর মাত্র ৫৯ রান করলেই ছুঁয়ে ফেলবেন ১২ হাজার রানের মাইলফলক।

এখন পর্যন্ত বাংলাদেশ জাতীয় দল এবং আইসিসি একাদশের হয়ে ৩১১ টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তামিম ইকবাল। যার মধ্যে ৩৬১ ইনিংসে ১১৯৪১ রান সংগ্রহ করেছেন তামিম। ৩৪.৩১ গড়ে ২০ সেঞ্চুরি এবং ৭৩ হাফ সেঞ্চুরি করেছেন তিনি।

সর্বোচ্চ স্কোর টেস্ট ক্রিকেটে ২০৬ রান পাকিস্তানের বিপক্ষে। আর মাত্র ৫৯ রান করলেই সাঈদ আনোয়ার, সেলিম মালিক, রানাতুঙ্গা, মাইক হাসিদের ১২ হাজার রানের ক্লাবে যোগ দেবেন তামিম।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন