উইন্ডিজকে দ্বিতীয় টেস্টে হারিয়ে ঘরের মাঠে হোয়াইটওয়াশ করে সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। দলের এই জয়ে প্রশংসা করেছেন দেশ-বিদেশের অনেকেই। ভারতের ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জরেকার জানিয়েছেন স্পিন না খেলতে পারলে বাংলাদেশে যেওনা। সেই সাথে মেহেদী হাসান মিরাজের ভূয়সী প্রশংসা করেছেন তিনি।
নিজের রেকর্ড নিজেই ভাঙলেন মিরাজ
ঘরের মাঠে স্পিন দিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করার মিশনটা শুরু হয়েছিলো ২০১৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের মধ্য দিয়ে। সেই সিরিজে একটি হারলেও, একটি টেস্ট জয় পেয়েছিলো বাংলাদেশ। সেবার থেকেই ঘরের মাঠে স্পিন উইকেটের সুবিধা নেওয়া শুরু করেছে বাংলাদেশ। এই স্পিন উইকেট দিয়েই টেস্টে প্রথমবারের মতো হারিয়েছে অস্ট্রেলিয়াকে। সর্বশেষ ঘরের মাঠে উইন্ডিজকে টেস্টে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ।
চট্টগ্রাম টেস্টে একাদশে এক পেসার, মুস্তাফিজুর রহমান থাকলেও ঢাকা টেস্টে পেসার ছাড়াই মাঠে নামে বাংলাদেশ। চার স্পিনার দিয়েই দ্বিতীয় টেস্টে ইনিংস ব্যবধানে উইন্ডিজকে হারায় বাংলাদেশ। বাংলাদেশের এই জয় নিয়ে মুখ খুলেছেন ধারাভাষ্যকার সঞ্জয় মঞ্জরেকার। নিজের সত্যায়িত টুইটারে জানিয়েছেন স্পিন খেলতে না পারলে বাংলাদেশে যেওনা!“যদি তুমি স্পিন ভালোভাবে সামলাতে না পারো তাহলে বাংলাদেশে যেওনা। তারা এখন চারজন ভালো স্পিনার খেলার। এই আক্রমণ থেকে বাচার উপায় নেই।”
এর পাশাপাশি তরুণ অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের প্রশংসা করেছেন এই ধারাভাষ্যকার। ঢাকা টেস্টে দুই ইনিংস মিলিয়ে নিয়েছেন ১২ উইকেট! প্রথম ইনিংসে একাই নিয়েছেন ৭টি এবং দ্বিতীয় ইনিংসে পেয়েছেন পাঁচ উইকেট। ব্যাটিংয়ে খুব একটা ভালো না করতে পারলেও, খেলেছেন ১৮ রানের ছোট ইনিংস। এই বিষয়ে সঞ্জয় জানান,
“খুবই ভালো খেলেছ মেহেদী হাসান (মিরাজ)। বর্তমান ক্রিকেট বিশ্বের প্রতিভাবান একজন ক্রিকেটার। নিচের দিকে ভালো ব্যাটসম্যানের পাশাপাশি দারুণ ফিল্ডারও।”অবশ্য স্পিন উইকেট নিয়ে মঞ্জরেকারের মন্তব্য ভালোভাবে নেয়নি ভারতীয়রা। টুইটারে বেশ সমলোচিত হতে হয়েছে তাকে।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন