পাকিস্তানে ইমাজিং এশিয়া কাপ খেলতে আজ দেশ ছেড়েছে বাংলাদেশ অনূর্ধ্ব ২৩ ক্রিকেট দল। আগামী ৬ ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ। পরের দিন হংকং এবং ৯ ডিসেম্বর স্বাগতিক পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। ইতিমধ্যেই এই টুর্নামেন্টের জন্য বাংলাদেশ অনূর্ধ্ব ২৩ দলের অধিনায়ক করা হয়েছে মোসাদ্দেক হোসেন সৈকত কে।
সহ অধিনায়কের দায়িত্ব পালন করবেন মোসাদ্দেক হোসেন সৈকত। জাতীয় দলের হয়ে খেলা নাজমুল হাসান শান্ত, জাকির হাসান, আফিফ হোসেন, নাঈম হাসান, শফিউল ইসলাম ও খালেদ আহমেদকে রাখা হয়েছে ইমার্জিং কাপের স্কোয়াডে।
ইমার্জিং কাপের স্কোয়াডঃ কাজি নুরুল হাসান সোহান (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন সৈকত (সহ অধিনায়ক), নাজমুল হাসান শান্ত, মিজানুর রহমান, শফিউল ইসলাম, জাকির হাসান, সাইফ হাসান, ইয়াসির আলি চৌধুরী,তানভির ইসলাম, আফিফ হোসেন ধ্রুব, নাইম হাসান, শরিফুল ইসলাম, কাজি অনিক ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, মোহর শেখ।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন