শিরোনাম

প্রচ্ছদ /   সারা বিশ্বে নয় বছর পর টেস্টে ২-০ সিরিজ জয়ের যে রেকর্ড করল বাংলাদেশ

সারা বিশ্বে নয় বছর পর টেস্টে ২-০ সিরিজ জয়ের যে রেকর্ড করল বাংলাদেশ

Avatar

সোমবার, ডিসেম্বর ৩, ২০১৮

প্রিন্ট করুন

মাত্র ৪৩ রানে অল আউট হবার লজ্জার সঙ্গে ইনিংসে হার। প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচেও করুণ পরাজয়। দুই টেস্টে হারের তিক্ত স্বাদ নিয়ে ওয়েস্ট ইন্ডিজ সফর শেষে দেশে ফিরেছিল বাংলাদেশ। ওই দুটো হারের প্রতিশোধ তো অন্তত নেয়া হলো! সেটিও আবার এক ইনিংস হাতে রেখে।বছরের শেষ ম্যাচটা শেষ হয়েছে ইতিহাস গড়েই।

নিজেদের ১৮ বছরের টেস্ট ইতিহাসে কোনও দলকে ফলোঅনে ব্যাটিং করানোর মতো ঘটনা ঘটালো বাংলাদেশ।অভিষিক্ত সাদমান ইসলামের রঙ ছড়ানো অভিষেক। মিরপুরের মাঠে মাহমুদুল্লাহ রিয়াদের টানা শতকের ইনিংস। এক ইনিংসে ৭ উইকেট ও টানা দুই ইনিংসে পাঁচ উইকেট নেয়া মিরাজের। ক্যারিবীয় দ্বীপে ৯ বছর আগে ২-০ তে হারানোর পর আবারো তাদের বিপক্ষে ২-০ তে টেস্ট সিরিজ জয় বাংলাদেশের। পেসার ছাড়া একাদশে ছিল পাঁচজন স্পিনার।

প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে মাহমুদুল্লাহ রিয়াদের শত রানের ইনিংস। সাদমান ইসলাম, সাকিব আল হাসান, লিটন দাসের অর্ধশত রানে ভর করে ১০ উইকেটে ৫০৮ রানের বিশাল সংগ্রহ। জবাবে ব্যাট করতে নেমে নিজেদের প্রথম ইনিংসে ১১১ রান পর্যন্ত তুলে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। সাকিব ৩ আর মিরাজ পেয়েছিল ৭ উইকেট।

ক্যারিবীয় ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মিছিলে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন শিমরণ হেটমেয়ার। প্রথম ইনিংসে দলীয় সর্বোচ্চ ৩৯ রান করা এই বাঁহাতি ব্যাটসম্যান দ্বিতীয় ইনিংসে করেন ৯২ বলে ৯৩ রান। শত রান থেকে মাত্র ৭ রান দূরে থাকতে তাঁকে সাজঘরে ফেরান মিরাজ।প্রথম ইনিংসে ৭ উইকেট নেয়া মিরাজ দ্বিতীয় ইনিংসেও নেন ৫ উইকেট! ঢাকা টেস্টের তৃতীয় দিন শেষ হবার আগেই ২১৩ রানে ইনিংস শেষ হয় সফরকারীদের। টাইগাররা জয় তুলে নেয় ১৮৪ রান আর এক ইনিংস হাতে রেখে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন