উইন্ডিজের বিপক্ষে সিরিজ নির্ধারণী দ্বিতীয় ও শেষে টেস্টে বাংলাদেশের দাপুটে জয়ে বড় ভূমিকা পালন করেছেন সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ ও মাহমুদউল্লাহ রিয়াদ। প্রতিপক্ষের বিপক্ষে রাজত্ব বিস্তার করে ব্যাট-বল হাতে দ্যুতি ছড়ানোর পুরস্কার হিসেবে আইসিসি প্লেয়ার র্যাঙ্কিংয়ে উন্নতির দেখা পেয়েছেন এ তিন বাংলাদেশি ক্রিকেটার। আইসিসি টেস্ট প্লেয়ার র্যাঙ্কিংয়ে ক্যারিয়ার সেরা পয়েন্টে সেরা অবস্থানে ওঠে এসেছেন মিরাজ। টেস্ট ইতিহাসে প্রথমবারের মতো ইনিংস ও ১৮৪ রানের ব্যবধানে দলের জয়ের পেছনে বল হাতে বড় ভূমিকা পালন করেন মেহেদী হাসান মিরাজ।
ঢাকা টেস্টে ক্যারিয়ার সেরা বোলিং ফিগার অর্থাৎ ১১৭ রান খরচায় ১২ উইকেট শিকার করেন তিনি। যার ফলে এক লাফে ১৪ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা ৬৯৬ রেটিং নিয়ে আইসিসি প্লেয়ার র্যাঙ্কিংয়ের ১৬তম অবস্থানে আরোহণ করেছেন তিনি।
বল হাতে মিরাজের এমন উন্নতির বিপরীতে ব্যাট হাতে আলো ছড়িয়ে র্যাঙ্কিংয়ে উন্নতির দেখা পেয়েছেন সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদ। ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ের শীর্ষ বিশে কোনো পরিবর্তন না আসলেও, উইন্ডিজের বিপক্ষে ৮০ রানের অনবদ্য ইনিংসে ৭ ধাপ এগিয়ে ২১ নম্বর অবস্থানে ওঠে এসেছেন সাকিব।
বাংলাদেশের ইনিংসের সর্বোচ্চ সংগ্রাহক তার ক্যারিয়ারের তৃতীয় শতকের পর ১৩৬ রানে ইনিংস শেষ করার পুরস্কার হিসেবে ১৫ ধাপ এগিয়েছেন আইসিসি প্লেয়ার র্যাঙ্কিংয়ে। এর ফলে বর্তমানে ৪৮তম অবস্থানে রয়েছেন তিনি।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন