শিরোনাম

প্রচ্ছদ /   চাপা পরে গেল বাংলাদেশের আরো একটি বিশ্ব রেকর্ড দেনেনিন বিস্তারিত

চাপা পরে গেল বাংলাদেশের আরো একটি বিশ্ব রেকর্ড দেনেনিন বিস্তারিত

Avatar

সোমবার, ডিসেম্বর ৩, ২০১৮

প্রিন্ট করুন

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে দারুণ জয় পেয়েছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজকে তারা হারিয়েছে ইনিংস ও ১৮৪ রানের বিশাল ব্যবধানে।বাংলাদেশের টেস্ট ইতিহাসে সবচেয়ে বড় জয়ের রেকর্ড এটি। এর আগে কখনোই ইনিংস ব্যবধানে জিততে পারেনি তারা।শুধু তাই নয়, এই ম্যাচে ফলোঅনে পড়েছিল ওয়েস্ট ইন্ডিজ।

নিজেদের টেস্ট ইতিহাসে এই প্রথম কোনো দলকে ফলোঅনে পাঠাতে পেরেছিল বাংলাদেশ। তবে বাংলাদেশের আরো একটি কীর্তি আড়ালেই থেকে গেল।

১২৮ বছরের টেস্ট ইতিহাসে নতুন রেকর্ডটি গড়েছে তারা। ম্যাচের প্রথম ইনিংসে প্রথম পাঁচ ব্যাটসম্যানকে বোল্ড করার নজির গড়েছে, আর পাঁচজনই স্পিনে বোল্ড হয়েছেন!

টেস্ট ইতিহাসে প্রথমবার এই রেকের্ড হয়েছে, স্পিনারদের দ্বারা প্রথম পাঁচ ব্যাটসম্যান বোল্ড হয়েছেন। সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ কৃতিত্বে এই সাফল্য পায় বাংলাদেশ।

সাকিব প্রথম বোল্ড করেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েটকে(০)। আরেক ওপেনার পাওয়েল (৪) বোল্ড হন মিরাজের বলে। সাকিবের দ্বিতীয় শিকার সুনীল আমব্রিস(৭)। রোস্টন চেজকে (০) প্রথম বলে ফিরিয়ে দেন মিরাজ। আর সাই হোপকে (১০) বোল্ড করে রেকর্ড গড়েন মিরাজ।

অবশ্য এর আগে পেস-স্পিন মিলিয়ে প্রথম পাঁচজন ব্যাটসম্যান বোল্ড হয়েছিল ১২৮ বছর আগে, ১৮৯০ সালে। ওভাল টেস্টে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে প্রথম পাঁচ ব্যাটসম্যানকে বোল্ড করেছিলেন দুই ইংলিশ পেসার ফ্রেড মার্টিন ও জর্জ লোম্যান।কিন্তু বাংলাদেশ ৫ উইকেট নিয়েছে স্পিন দিয়ে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন