শিরোনাম

প্রচ্ছদ /   এইমাত্র প্রকাশিত হল নতুন র‍্যাংকিং তালিকা, দেখেনিন যে অবস্থানে বাংলাদেশ

এইমাত্র প্রকাশিত হল নতুন র‍্যাংকিং তালিকা, দেখেনিন যে অবস্থানে বাংলাদেশ

Avatar

সোমবার, ডিসেম্বর ৩, ২০১৮

প্রিন্ট করুন

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্ট ম্যাচে ইনিংস ব্যবধানে জয়লাভ করেছে বাংলাদেশ দল।এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রামে প্রথম টেস্ট ম্যাচে জয়লাভ করেছে বাংলাদেশ। এই ম্যাচে জয়লাভের ফলে তৃতীয়বারের মতো কোন দেশ কে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ।

সেই সাথে র্যাংকিংয়ে বড় লাফ দিল টাইগাররা। ২০০৯ সালে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে দুই ম্যাচের সিরিজে ওয়েস্ট ইন্ডিজ আর ২০১৪ সালে দেশের মাটিতে জিম্বাবুয়েকে তিন ম্যাচের টেস্ট সিরিজে বাংলাওয়াশ করেছিল টাইগাররা।এই সিরিজ শুরু হওয়ার আগে ওয়েস্ট ইন্ডিজের রেটিং পয়েন্ট ছিল ৭৬। অন্যদিকে বাংলাদেশের রেটিং পয়েন্ট ছিল ৬১।

সিরিজে বাংলাদেশ ২-০ ব্যবধানে জয়লাভ করায় ৮ পয়েন্ট বেড়েছে বাংলাদেশের। আর ওয়েস্ট ইন্ডিজের কমেছে ৬ রেটিং পয়েন্ট। সেক্ষেত্রে ৭০ রেটিং পয়েন্ট নিয়ে র্র্যাংকিংয়ে অষ্টম স্থানে ওয়েস্ট ইন্ডিজ আর ৬৯ রেটিং পয়েন্ট নিয়ে নবম স্থানে রয়েছে বাংলাদেশ দল।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন