শিরোনাম

প্রচ্ছদ /   শচীনকে পিছনে ফেলা এখন শুধু সময়ের ব্যবধান সাকিবের

শচীনকে পিছনে ফেলা এখন শুধু সময়ের ব্যবধান সাকিবের

Avatar

রবিবার, ডিসেম্বর ২, ২০১৮

প্রিন্ট করুন

ক্রিকেট ক্যারিয়ারে একের পর এক মাইলফলক স্পর্শ করেই চলেছেন বাংলাদেশ জাতীয় দলের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। অভিনব কীর্তিতে এবার নিজের নামের পাশে আরও একটি অর্জন যুক্ত করলেন তিনি।

আর তা হলো ক্রিকেট ক্যারিয়ারে সিরিজ সেরার রেকর্ডে কিংবদন্তীদের পেছনে ফেলে নিজেকে আরও একধাপ ওপরে নিয়ে যাওয়াতে। উইন্ডিজের বিপক্ষে দুই টেস্ট ম্যাচের সিরিজে ব্যাট হাতে ১১৫ রান ও বল হাতে ৯ উইকেট নিয়ে ১২তম বারের মতো সিরিজ সেরা নির্বাচিত হয়েছেন সময়ের অন্যতম সেরা এ অলরাউন্ডার।

আর এতে শন পোলক, ক্রিস গেইল, রিকি পন্টিং, শিবনারায়ণ চন্দরপলদের পেছনে ফেলে ক্রিকেট ক্যারিয়ারে সবচেয়ে বেশি সংখ্যাক সিরিজ সেরার পুরস্কার পাওয়াদের তালিকার চতুর্থস্থানে ওঠে এসেছেন সাকিব।

অভিনব এ অর্জনে বাংলাদেশের এ অলরাউন্ডারের সামনে সনাৎ জয়াসুরিয়া, বিরাট কোহলি, জ্যাক ক্যালিস ও শচীন টেন্ডুলকার। আর মাত্র একটি সিরিজ সেরার পুরস্কার ক্যারিয়ারে যুক্ত হলেই সাবেক লঙ্কান ক্রিকেটারের পাশে নাম লেখাবেন তিনি।

আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি সংখ্যাক সিরিজে সেরা খেলোয়াড় হওয়ার রেকর্ডটি এখনো নিজের দখলে রেখেছেন ভারতের কিংবদন্তী ক্রিকেটার শচীন টেন্ডুলকার। তার নামের পাশে রয়েছে ১৮৩ সিরিজ থেকে মোট ২০বার সিরিজ সেরা হওয়ার অর্জন। এরপরের অবস্থানে আছেন প্রোটিয়া সাবেক ক্রিকেটার জ্যাক ক্যালিস। মোট ১৪৮ সিরিজ থেকে ১৫বার সিরিজ সেরা হয়েছেন তিনি।

মাত্র ১০২ সিরিজ থেকে ১৫ সিরিজ সেরার অর্জনে এ তালিকায় ক্যালিসের সাথে রয়েছেন ভারত জাতীয় দলের বর্তমান অধিনায়ক কোহলি। আর ১৭৬ সিরিজ থেকে ১৩ সিরিজ সেরার পুরস্কার নিয়ে তালিকার তিনে অবস্থান জয়াসুরিয়ার।

এরপরের অবস্থানেই রয়েছেন ১১৬ সিরিজ থেকে ১২বার সিরিজ সেরার তকমা পাওয়া সাকিব। তার ক্যারিয়ারের সিরিজ সেরার অর্জন সবচেয়ে বেশি সংখ্যাক পাঁচবার করে এসেছে টেস্ট ও ওয়ানডে থেকে। তাছাড়া ক্রিকেটের ছোট্ট সংস্করণ টি-টোয়েন্টিতে মোট ২বার সিরিজ সেরা নির্বাচিত হয়েছেন তিনি।

আন্তর্জাতিক ক্যারিয়ারে সবচেয়ে বেশি সংখ্যকবার সিরিজ সেরা নির্বাচিত হওয়া ক্রিকেটারদের তালিকা-

শচীন টেন্ডুলকার- ১৮৩ সিরিজে ২০বার। বিরাট কোহলি- ১০২ সিরিজে ১৫বার। জ্যাক ক্যালিস- ১৪৮ সিরিজে ১৫বার। সনাৎ জয়াসুরিয়া- ১৭৬ সিরিজে ১৩বার।

সাকিব আল হাসান- ১১৬ সিরিজে ১২বার। শন পোলক- ১০৭ সিরিজে ১১বার। ক্রিস গেইল- ১৩২ সিরিজে ১১বার। শিবনারায়ণ চন্দরপল- ১৩৬ সিরিজে ১১বার। রিকি পন্টিং- ১৪৭ সিরিজে ১১বার। মুত্তিয়া মুরালিধরন- ১৫৫ সিরিজে ১১বার।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন