অভিষেক ম্যাচেই নজর কেড়েছেন সাদমান ইসলাম। অনেকেই তারায় বাংলাদেশের সর্বকালের সেরা ওপেনার তামিম ইকবাল এর বিকল্প হিসেবেই বলছেন। তামিমের মত দেখতে তামিমের মত ব্যাটিং স্টাইল ঠিক যেন তামিম ইকবালই।
অভিষেক ম্যাচেই আজ একটুর জন্য সেঞ্চুরি মিস করেছেন। ১৯৯ বলে ৭৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি।যদি সেঞ্চুরি করতে পারতেন তাহলে বাংলাদেশের চতুর্থ ব্যাটসম্যান হিসেবে টেস্ট ক্রিকেটে অভিষেক ম্যাচে সেঞ্চুরির দেখা পেতেন সাদমান ইসলাম।
আসুন দেখে নেই অভিষেক ম্যাচে বাংলাদেশের হয়ে সেঞ্চুরি করেছেন যে তিন ক্রিকেটার।
আমিনুল ইসলাম বুলবুল : তিনি শুধু অভিষেক ম্যাচে সেঞ্চুরি করেন নি বাংলাদেশের অভিষেক টেস্টেই সেঞ্চুরি করেছিলেন একসময়ের দুর্দান্ত ব্যাটসম্যান আমিনুল ইসলাম বুলবুল। ১০ নভেম্বর ২০১০ সালে ভারতের বিপক্ষে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ১৪৫ রান করেন তিনি।
এরপর শ্রীলংকার বিপক্ষে ৬ সেপ্টেম্বর ২০০১সালে সর্বকনিষ্ঠ ব্যাটসম্যান হিসেবে টেস্ট ক্রিকেটে সেঞ্চুরি করেন মোহাম্মদ আশরাফুল। আর তৃতীয় সেঞ্চুরি টি ঐতিহাসিক। ২১ নভেম্বর ২০১০ সালে শেষ উইকেট জুটিতে সেঞ্চুরি করেন আবুল হাসান রাজু।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন