ঢাকা টেস্টে খেলতে নেমে দারুণ এক মাইলফলক স্পর্শ করেছেন বাংলাদেশ দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। চার হাজার রানের মাইলফলক স্পর্শ করতে মুশফিকের প্রয়োজন ছিল মাত্র ৮ রানের।
দ্বিতীয় টেস্টে মাঠে নেমেই দ্বিতীয় বাংলাদেশী ব্যাটসম্যান হিসেবে চার হাজারি ক্লাবে পা রেখেছেন মুশফিক। আর এ তালিকায় শীর্ষে আছেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। এখন পর্যন্ত ৫৬টি টেস্টে ৩৭.৮৪ গড়ে তামিমের সংগ্রহ ৪০৪৯ রান।
যেখানে ৮টি শতক ও ২৫টি অর্ধশতক রয়েছে তামিমের। এ তালিকায় বাকি তিন স্থানে আছেন সাকিব আল হাসান, হাবিবুল বাশার এবং মোহাম্মদ আশরাফুল।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন