শিরোনাম

প্রচ্ছদ /   আজ মাঠে নেমেই যে পর্দা ভেত করলেন মুশফিক

আজ মাঠে নেমেই যে পর্দা ভেত করলেন মুশফিক

Avatar

শুক্রবার, নভেম্বর ৩০, ২০১৮

প্রিন্ট করুন

ঢাকা টেস্টে খেলতে নেমে দারুণ এক মাইলফলক স্পর্শ করেছেন বাংলাদেশ দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। চার হাজার রানের মাইলফলক স্পর্শ করতে মুশফিকের প্রয়োজন ছিল মাত্র ৮ রানের।

দ্বিতীয় টেস্টে মাঠে নেমেই দ্বিতীয় বাংলাদেশী ব্যাটসম্যান হিসেবে চার হাজারি ক্লাবে পা রেখেছেন মুশফিক। আর এ তালিকায় শীর্ষে আছেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। এখন পর্যন্ত ৫৬টি টেস্টে ৩৭.৮৪ গড়ে তামিমের সংগ্রহ ৪০৪৯ রান।

যেখানে ৮টি শতক ও ২৫টি অর্ধশতক রয়েছে তামিমের। এ তালিকায় বাকি তিন স্থানে আছেন সাকিব আল হাসান, হাবিবুল বাশার এবং মোহাম্মদ আশরাফুল।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন