অভিষেক ম্যাচেই ৭৬ রানের ইনিংস খেলেন সাদমান। অভিষেকেই তার এমন ইনিংসের পরে শুরু হয়েছে তাকে নিয়ে আলোচনা। আজকে সংবাদ সম্মেলনে এসে কথা বলেন সাদমান।
সাদমান বলেন ,’ আসলে আমি যখন ব্যাটিং করতে নামি তখন সিনিয়ররা আমাকে বারবার বলেছিলো ডোমেস্টিকে যেভাবে খেলি সেইভাবে খেলতে। বলটা দেখে দেখে খেলতে।’
সাদমান আরো বলেন ,’ আসলে অভিষেকেই সেঞ্চুরি করাটা ছিলো দারুণ কিছু। কিন্তু আমি হয়তো সেই সুযোগ মিস করেছি। সামনে ভালো করার চেষ্টা করবো।’উল্লেখ্য ১ম দিনশেষে ৫ উইকেট হারফিয়ে ২৫৯ রান করে বাংলাদেশ দল। ২য় দিন শুরু করবেন সাকিব-মাহমুদল্লাহ।
বাংলাদেশ একাদশঃ
সাদমান ইসলাম, সৌম্য সরকার, মমিনুল হক, মোহাম্মদ মিঠুন, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদুল্লাহ রিয়াদ, লিটন দাস, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাইম হাসান।
উইন্ডিজ একাদশঃ
ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), কাইরন পাওয়েল, শাই হোপ, সুনীল আমব্রিস, রস্টন চেজ, শিমরন হেটমায়ার, শেন ডওরিচ (উইকেটরক্ষক), জোমেল ওয়ারিকেন, দেবেন্দ্র বিশু, কেমার রোচ, শিরমন লুইস।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন