শিরোনাম

প্রচ্ছদ /   আজ মাঠে নামার আগে এই একটি কথাই আমার সবকিছুকে পরিবর্তন করিয়ে দেয়- সাদমান

আজ মাঠে নামার আগে এই একটি কথাই আমার সবকিছুকে পরিবর্তন করিয়ে দেয়- সাদমান

Avatar

শুক্রবার, নভেম্বর ৩০, ২০১৮

প্রিন্ট করুন

টসে জিতে ব্যাটিং নেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। ব্যাটিংয়ে নামেন সাদমান ও সৌম্য সরকার। অপর প্রান্ত থেকে একে একে সৌম্য, মুমিনুল হক, মোহাম্মদ মিঠুন আউট হয়ে ফেরেন।

কিন্তু উইকেটে টিকে থাকেন সাদমান। পূর্ণ করেন নিজের প্রথম আন্তর্জাতিক হাফ সেঞ্চুরি। তবে সেঞ্চুরির আশা জাগিয়েও ৭৮ রানে ফেরেন তিনি। আর এই রান করতে তিনি মুখোমুখি হন ১৯৯ বলে। যা বাংলাদেশের টেস্ট ক্রিকেটের ইতিহাসে অভিষিক্ত কোনো ক্রিকেটারের সবচেয়ে বেশি খেলা বলের সংখ্যা।

সাদমানের পর এই তালিকায় আছেন নাজিমউদ্দিন – ১৮৬ (৭৮), জাভেদ ওমর বেলিম – ১৬৮ (৮৫), জুনায়েদ সিদ্দিক – ১৪৪ (৭৪),

এছাড়াও টেস্ট অভিষেকে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি সময় ব্যাট করা ওপেনারের তালিকার তিন নম্বরেও আছেন সাদমান। তার আগে আছেন জাভেদ ওমর (২৭৭ মিনিট) ও নাজিমউদ্দিন – (২৬৩ মিনিট)। এরপরই আছেন সাদমান। তিনি ২২০ মিনিট উইকেটে টিকে ছিলেন।

আজকে সংবাদ সম্মেলনে এসে কথা বলেন সাদমান। সাদমান বলেন ,’ আসলে আমি যখন ব্যাটিং করতে নামি তখন সিনিয়ররা আমাকে বারবার বলেছিলো ডোমেস্টিকে যেভাবে খেলি সেইভাবে খেলতে। বলটা দেখে দেখে খেলতে।’

সাদমান আরো বলেন ,’ আসলে অভিষেকেই সেঞ্চুরি করাটা ছিলো দারুণ কিছু। কিন্তু আমি হয়তো সেই সুযোগ মিস করেছি। সামনে ভালো করার চেষ্টা করবো।’

উল্লেখ্য ১ম দিনশেষে ৫ উইকেট হারফিয়ে ২৫৯ রান করে বাংলাদেশ দল। ২য় দিন শুরু করবেন সাকিব-মাহমুদল্লাহ।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন