মিরপুর টেস্টে টসে জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালোই হয়েছে বাংলাদেশের। তবে ৪২ রানের ওপেনিং জুটির পর ফিরেছেন সৌম্য সরকার।
পেস বোলারহীন বাংলাদেশের প্রথম উইকেটটি নিয়েছেন ক্যারিবীয় স্পিনার রোস্টন চেজ। সৌম্য চেজের বলে স্লিপে ক্যাচ দিয়েছেন শাই হোপকে। তারপর ২৯ রান করে ফিরেন মমিনুল। এই প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৮৭।
আজ টেস্ট অভিষেক হয়েছেন আরেক ওপেনার সাদমান ইসলামের। তিনি অবশ্য আত্মবিশ্বাসের সঙ্গেই খেলছেন। এই মুহূর্তে তিনি অপরাজিত ২৩ রানে। সৌম্যর বিদায়ের পর উইকেটে এসেছেন মুমিনুল হক।
আজ সাদমানের অন্তর্ভূক্তির পাশাপাশি দলে এসেছেন লিটন দাস। অনুশীলনের সময় আঙুলে চোট পাওয়ায় মুশফিক কিপিং করতে পারবেন কিনা, এ দোলাচলেই তাঁর দলে আসা। বাদ পড়েছেন মোস্তাফিজুর রহমান।
সিম বোলিংয়ের কাজটা হয়তো করতে হবে সৌম্যকেই। চট্টগ্রামের মতো ঢাকাতেও চার স্পিনার দিয়ে ক্যারিবীয়দেরে ঘায়েলের লক্ষ্য স্টিভ রোডসের দলের।
তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ আর নাঈম হাসানরা প্রস্তুত চট্টগ্রামের মতোই ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানদের বিপাকে ফেলতে।
বাংলাদেশ দল: সাদমান, সৌম্য, মুমিনুল, মিঠুন, সাকিব, মুশফিক, মাহমুদউল্লাহ, লিটন, তাইজুল, নাঈম, মিরাজ
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন