শিরোনাম

প্রচ্ছদ /   খেলায় হেরে যে দুষে দুষাল বাংলাদেশকে, ওয়েস্ট ইন্ডিজ

খেলায় হেরে যে দুষে দুষাল বাংলাদেশকে, ওয়েস্ট ইন্ডিজ

Avatar

বৃহস্পতিবার, নভেম্বর ২৯, ২০১৮

প্রিন্ট করুন

চট্টগ্রামের মতো মিরপুর টেস্টেও চার স্পিনার খেলাবে বাংলাদেশ? অধিনায়ক সাকিব আল হাসান তেমন ইঙ্গিত-ই দিলেন গত জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট সিরিজ মনে আছে? ভুলে যেতে চাওয়াই স্বাভাবিক। রীতিমতো দুঃস্বপ্নের সিরিজ। প্রথম টেস্টে প্রথম ইনিংসে ৪৩ রানে অলআউট! পরের টেস্ট মিলিয়ে বাকি তিন ইনিংসে একবারও দলীয় সংগ্রহ দুই শ-র কোটা ছুঁতে পারেনি বাংলাদেশ। এই দুই টেস্টে বাংলাদেশের মোট ৪০ উইকেটের মধ্যে ওয়েস্ট ইন্ডিজের চার পেসার মিলে ভাগ করেছিলেন ৩৮ উইকেট!

ঘরের পেসবান্ধব উইকেট দেখে চার পেসার খেলিয়ে ফায়দা লুটে নিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। তাহলে ঘরের মাঠে বাংলাদেশের ফায়দা লুটতে দোষ কোথায়?ইঙ্গিতটা ঠিকই ধরেছেন। স্পিনবান্ধব উইকেটে কিংবা শক্তির জায়গা যেহেতু স্পিন তাই ঘূর্ণি উইকেট বানিয়ে ফায়দা তুলে নেওয়া। চট্টগ্রাম টেস্টে বাংলাদেশ কিন্তু এই নীতি মেনে পুরোপুরি সফল।

ওয়েস্ট ইন্ডিজের ২০টি উইকেটই নিয়েছেন বাংলাদেশের ‘স্পিন কোয়ার্ট্রেট’—সাকিব, তাইজুল, নাঈম আর মিরাজ। কাল থেকে শুরু হতে যাওয়া মিরপুর টেস্টেও কি দেখা যাবে এই ‘ঘূর্ণি চতুষ্টয়’?

সম্ভাবনা অনেক বেশি। প্রথমত, চট্টগ্রাম টেস্টের সফলতা। দ্বিতীয়ত, শেরেবাংলা স্টেডিয়ামের উইকেট সকালের সেশনে কিছুটা পেসবান্ধব থাকলেও অন্যান্য সময় স্পিনবান্ধব। আর বাংলাদেশেরও শক্তির জায়গাও স্পিন। সঙ্গে যোগ করুন, বোলিংয়ের ‘উইনিং কম্বিনেশন’ না ভাঙার বিষয়টি। সূত্র-প্রথমআলো

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন